বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদারের অবস্থা সঙ্কটজনক, ভেন্টিলেশনে দেওয়া হল পরিচালককে

Saturday, June 25 2022, 4:53 pm
highlightKey Highlights

শুক্রবার অবধি ভেন্টিলেশনে এড়িয়ে যাওয়া হলেও, শনিবার ভেন্টিলেশনে দেওয়া হল বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদারকে।


শনিবার ভেন্টিলেশনে রাখা হয়েছে ‘দাদার কীর্তি’র স্রষ্টাকে। দিনকয়েক ধরেই এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, স্থিতিশীল হলেও তরুণবাবুর অবস্থা সঙ্কটজনক। গত শুক্রবার অবধি ভেন্টিলেশনে ঢোকানো আটকে রাখা হয়েছিল, তবে শনিবার শেষমেশ তাকে ভেন্টিলেশন সাপোর্টে দিতেই হয়েছে।

বৃহস্পতিবার তাঁর হিমোডায়ালিসিস করার সিদ্ধান্ত নিয়েছিলেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা। তবে মাত্র ২ ঘণ্টা ডায়ালিসিস করা সম্ভব হয়েছিল। তবে শুক্রবার চার ঘণ্টা পূর্ণমাত্রায় ডায়ালিসিস হয়। ক্রিয়েটিনিনের মাত্রা কমলেও, তা স্বভাবিকের থেকে অনেকটাই বেশি। সেপটিসেমিয়াতেও আক্রান্ত তরুণ মজুমদার। সেটারও চিকিৎসা চলছে। তবে আপাতত বাইরে থেকে রক্ত দেওয়ার প্রয়োজন হচ্ছে না বলেই জানা গিয়েছে। 

তরুণ মজুমদারকে সুস্থ করে তুলতে বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। যাতে রয়েছেন নেফ্রোলজিস্ট অর্পিতা রায়চৌধুরী, মেডিসিনের চিকিৎসক সৌমিত্র ঘোষ, কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল এবং ইএনটির সুদীপ দাস। গলায় সমস্যা থাকায় মেডিক্যাল বোর্ডে রয়েছেন ইএনটি-র চিকিৎসক। এদিন তাঁর শরীরের খোঁজ নিতে হাসপাতালে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File