লাইফস্টাইল

Maintain Indoor Plants: যত্নে রাখুন আপনার ইন্ডোর প্ল্যান্ট

Maintain Indoor Plants: যত্নে রাখুন আপনার ইন্ডোর প্ল্যান্ট
Key Highlights

ঘরে থাকলেও রোজ পরিমাণ মতো জল দিতে হবে গাছে| রাখতে হবে হালকা আলোয়| কয়েকটি বিষয় মেনে যত্নে রাখুন আপনার ইন্ডোর প্ল্যান্ট|

 ইন্ডোর প্ল্যান্ট (Indoor Plant) দিয়ে ঘর সাজানো বরাবরই কেড়ে নেয় মন। মানি প্ল্যান্ট (Money Plant) হোক কিংবা ক্যাকটাস (Cactus) বা এলোভেরা (Aloe Vera), ছোট বড় নানান রঙের ও রকমের ইন্ডোর প্ল্যান্ট কেবল ঘর সাজাতেই নয়, ঘরের পরিবেশ সুন্দর করতে, বাতাস পরিশুদ্ধ করতে এমনকি মন ভালো রাখতেও এক নম্বরে গাছ প্রেমীদের কাছে। তবে সাধারণ গাছের থেকে ঘরে থাকা এই গাছের যত্ন নিতে হয় বেশি। ঠিকভাবে যত্ন না নিলে খুব তাড়াতাড়ি মরে যায় এসকল গাছ। আপনার প্রিয় ইন্ডোর প্ল্যান্টকে যত্নে ও সতেজ রাখতে খেয়াল রাখুন কিছু বিষয়ের।

অনেকেই মনে করে থাকেন ইন্ডোর প্ল্যান্ট ঘরের ভেতরে থাকায় রোজ জল না দিলেও চলে, যা সব থেকে বড় এবং প্রথম ভুল। ঘরের ভেতরে থাকলেও রোজ জল দেওয়া প্রয়োজন এই গাছগুলিতে। তবে খেয়াল রাখতে হবে গাছে যেন বেশি জলও না দেওয়া হয়। অতিরিক্ত জলের কারণে মরে যায় ইন্ডোর প্ল্যান্ট। যে গাছের পাতা মোটা ও খসখসে হয় সেই সব গাছের জলের চাহিদা বেশি। আবার যেসকল গাছের পাতা তেলতেলা হয় সেসকল গাছের জলের চাহিদা কম। আপনার ইন্ডোর প্ল্যান্টকে সুস্থ রাখতে তার ধরণের ওপর ভিত্তি করে ঠিক পরিমাণে রোজ দিতে হবে জল।

 তবে কীভাবে বুঝবেন আপনার গাছ ঠিক পরিমাণে জল পাচ্ছেনা?  গাছের পাতার রঙ সাধারণের থেকে ফিকে বা হালকা হয়ে থাকা অথবা গাছের পাতায় ফাঁটল ধরার কারণই হল প্রযাপ্ত জল না পাওয়া। রোজ গাছে ঠিক পরিমাণ জল দেওয়ার সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে জলের তাপমাত্রাও। অতিরিক্ত ঠান্ডা বা গরম জল ক্ষতি করতে পারে গাছের। 

গাছের বৃদ্ধির জন্য মূল উপাদানের মধ্যে অন্যতম হল আলো। জলের মতই ঠিক পরিমাণ আলো না পেলে তা নষ্ট হয়ে যেতে পারে। ইন্ডোর প্ল্যান্টের জন্য সব চেয়ে উপযোগী হালকা আলোর পরিবেশ। সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে গাছ যেন বেশি গরম বা ঠান্ডা তাপমাত্রায় না থাকে। ফলে এসির সরাসরি হাওয়া লাগবে এমন জায়গাতেও গাছ রাখবেন না। গাছ তার পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়। যার ফলে খুব ঘন ঘন গাছের জায়গা পরিবর্তন অসুবিধা হয়ে দাঁড়াতে পারে। ফলে গাছের জায়গা ঘন ঘন পরিবর্তন না করাই উচিত।

 গাছের পুষ্টির জন্য দরকার ভালো মাটি ও সার। গাছের মাটিতে নিয়মিত পুষ্টি যোগান দিতে থাকতে হবে। মনে রাখতে হবে একটি ভালো সারে নাইট্রোজেন, ফসফরাসপটাসিয়াম থাকতেই হবে। 

ঘরে থাকলেও এই গাছেও পোকামাকড়ের উপদ্রব কম হয়না। কিছু দিন যেতে না যেতেই গাছের পাতায় পাতায় ধরতে থাকে পোকা। তবে এই পোকা তাড়ানোরও রয়েছে উপায়। কাঁচা দুধের মধ্যে কিছুটা হলুদ মিশিয়ে তা গাছের গোড়ায় সামান্য দিয়ে দিলেই ব্যাস, পোকার হাত থেকে মুক্তি। 

যত্ন রাখার সঙ্গে সঙ্গে ইন্ডোর প্ল্যান্টকে দিন আকর্ষণীয় লুক। নিয়মিত গাছের ডালপালা ছাটাই করে ও কাপড় হালকা জলে ভিজিয়ে গাছের পাতা মুছে সুন্দরের সঙ্গে সঙ্গে যত্নে রাখুন আপনার প্রিয় ইন্ডোর প্ল্যান্ট।


Modi-Trump | আজ প্রধানমন্ত্রীর জন্মদিন, গতকাল রাতেই বন্ধুকে আগাম শুভেচ্ছা ট্রাম্পের!
West Bengal govt | কেন্দ্রকে টেক্কা দিয়ে পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের বেতন দেওয়ার ঘোষনা মুখ্যমন্ত্রীর!
Child Rape | বন্ধুত্বের অ্যাপেই লুকিয়ে ছিলো মারণফাঁদ, দুই বছর ধরে ১৪ জন পুরুষের যৌন নির্যাতনের শিকার নাবালক
Mimi Chakraborty | বেটিং কাণ্ডে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তলব ED-র! স্ক্যানারে রয়েছেন উর্বশীও
Earthquake In Assam | অসম-সহ গোটা উত্তরবঙ্গ কাঁপলো ভূমিকম্পে, মৃদু কম্পন অনুভূত হল কলকাতাতেও
Krishnanagar | পিস্তলের সঙ্গে ঈশিতার জন্যে ব্রেসলেটও এনেছিল দেশরাজ, কৃষ্ণনগর হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর দাবি অভিযুক্তের
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla