Tahawwur Rana | ‘পলাতক’ অপবাদ দূর করতে ২৬/১১ মুম্বই হামলায় যোগ! একাধিক বিস্ফোরক স্বীকারোক্তি তাহাউর রানার!

২৬/১১ মুম্বই হামলা একাধিক স্বীকারোক্তি প্রধান ষড়যন্ত্রকারী তাহাউর হুসেন রানার।
২৬/১১ মুম্বই হামলা একাধিক স্বীকারোক্তি প্রধান ষড়যন্ত্রকারী তাহাউর হুসেন রানার। সে জানিয়েছে, কোয়েটায় পাকিস্তানি সেনাবাহিনীতে ক্যাপ্টেন ডাক্তার হিসেবে নিয়োগ পেয়েছিল সে। কিন্তু সেনা ছেড়ে পালিয়ে গেলে তাকে পাক সেনা পলাতক ঘোষণা করে। তবে পূর্ব পরিচিত ডেভিড কোলম্যান হেডলি তাকে বলে, সন্ত্রাসবাদী ষড়যন্ত্রে অংশ নিলে পাক সেনাবাহিনী ‘পলাতক’ শব্দটা সরিয়ে দেবে। এই আশ্বাসেই সে ২৬/১১ হামলার ষড়যন্ত্রে যোগ দিয়েছিল বলে দাবি রানার। এর জন্য চলে লস্কর ই তৈবার অন্তত ৩টি শিবিরে প্রশিক্ষণ।