HMPV | কতটা বিপজ্জক HMVP? কাদের ঝুঁকি বেশি? কীভাবেই বা থাকবেন সুস্থ্য? জানুন চিকিৎসকের থেকে

Monday, January 6 2025, 11:50 am
highlightKey Highlights

সামারি.পজ্জনক আকার ধারণ করেছে হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMVP।


নতুন বছর পড়তেই ফের আতঙ্ক! চিনে বিপজ্জনক আকার ধারণ করেছে হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMVP। ফের কি করোনার মতো পরিস্থিতি আসতে চলেছে? চিকিৎসকরা বলছেন, এই ভাইরাস যে খুব ভয়ানক, এমন খবর নিশ্চিত ভাবে এখনও আসেনি। সাধারণ ফ্লু এর মতো সব রকম লক্ষণ দেখা দেয় এক্ষেত্রে। শিশু, বয়স্ক এবং যাঁদের প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। এই ভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে ব্যবহার করতে হবে স্যানিটাইজ়ার,মাস্ক, সর্দি কাশিতে আক্রান্তের থেকে দূরে থাকতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File