Madhyamgram Boy Death । বল তুলতে খালে নেমেছিলেন, ১৬ ঘন্টা পরে উদ্ধার হলো মধ্যমগ্রামের তরুনের মৃতদেহ

Friday, January 3 2025, 2:37 pm
highlightKey Highlights

বল তুলতে নোয়াই খালে নেমে কাদায় তলিয়ে গিয়েছিলেন বছর ১৯এর তরুণ ঋষভ কুণ্ডু। শুক্রবার বেলায় তাঁরই মৃতদেহ উদ্ধার হল।


বৃহস্পতিবার মধ্যমগ্রামের পল্লীমঙ্গল মাঠে বল খেলছিল কয়েকজন যুবক। বল পাশের খালে পড়ে গেলে ঋষভ ও সানি নামক দুই যুবক বল তুলতে জলে নামে। সানি উঠে আসলেও বছর ১৯এর ঋষভ খালের জল আর কাদামাটিতে তলিয়ে যায়। রাতে ডুবুরিও নামানো হলেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। আজ শুক্রবার বিপর্যয় মোকাবিলা বাহিনী খালে তল্লাশি শুরু করলে বেলা ১১টা নাগাদ খালের ভিতর থেকেই উদ্ধার হয় নিথর দেহ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শোকের ছায়া এলাকায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File