T20 World Cup 2024 | টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করলো বিসিসিআই! টিম ইন্ডিয়ার অধিনায়ক থাকলেন রোহিতই! কামব্যাক করেছেন পন্থ!
একদিন বাকি থাকতেই ১৫ সদস্যের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ভারতের স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। প্রত্যাশামতোই এবার দলে অধিনায়ক রোহিত শর্মা। আর সহ অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। তাৎপর্যপূর্ণভাবে দলে কামব্যাক করেছেন ঋষভ পন্থ এবং সঞ্জু স্যামসন।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ (icc t20 world cup 2024) এর জন্য ভারতের দল ঘোষণা হলো। মঙ্গলবার ১৫ সদস্যের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ভারতের স্কোয়াড (t20 world cup 2024 india squad) ঘোষণা করে দিল বিসিসিআই (BCCI)। প্রত্যাশা মতোই দলে জায়গা পেয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। গাড়ি দুর্ঘটনার পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করলেন ঋষভ পন্থ। তবে বাদ পড়েছেন কে এল রাহুল, রিঙ্কু সিং।
এবার ভারতের টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৪ (india t20 world cup squad 2024) -এ তরুণ ও প্রবীণ প্লেয়ারদের মধ্যে ভারসাম্য রাখা হয়েছে। এবার কামব্যাক করেছেন যুজবেন্দ্র চাহাল। দীর্ঘদিন ধরে তিনি জাতীয় দলে ব্রাত্য। অবশেষে তাঁর শিকে ছিঁড়ল। তিনি ফিরলেন কুলদীপের সঙ্গে। ফলে কুল-চা জুটিকে এবার দেখা যাবে। শিবম দুবেকেও রাখা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে সুযোগ পাননি ঈশান কিষান ও শ্রেয়স আইয়ার। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ভারতীয় দলের তালিকায় (t20 world cup 2024 india team list) বোলারদের মধ্যে প্রত্যাশিতভাবেই সুযোগ পেয়েছেন আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। অর্থাৎ, এবার বোলিংয়ে ডান হাতি ও বামহাতি জুটিকে কাজে লাগাবে ভারত।
এদিকে আইপিএলের দুরন্ত ফর্মের কথা মাথায় রেখে দ্বিতীয় উইকেটকিপার হিসাবে ভারতের টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৪ (india t20 world cup squad 2024)-এ নেওয়া হয়েছে সঞ্জু স্যামসনকে। দল নির্বাচনের আগে প্রশ্ন ছিল, আইপিএলে মন্থর স্ট্রাইক রেট থাকা বিরাটকে দলে রাখা হবে কিনা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে কিং কোহলির উপরেই আস্থা রাখলেন নির্বাচকরা। কিন্তু ১৫ জনের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ভারতের স্কোয়াডে (t20 world cup 2024 india squad) রাখা হয়নি শুভমান গিলকে।
উল্লেখ্য, চলতি আইপিএলে বারবার সমালোচনার মুখে পড়েছেন হার্দিক পাণ্ডিয়া। মাঠে নামলেই তাঁকে উদ্দেশ্য করে ভেসে এসেছে কটাক্ষ। কিন্তু কঠিন সময়েও মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের পাশে দাঁড়াল বিসিসিআই। পন্থকে দায়িত্ব না দিয়ে হার্দিককেই জাতীয় দলের সহ-অধিনায়ক করা হল। তবে দলে রয়েছেন শিবম দুবেও। তাঁরা দু’জনেই অলরাউন্ডার। দু’জনেই পেস বল করেন। তাই একসঙ্গে দু’জনকে খেলানো কঠিন। যে কোনও এক জন প্রথম একাদশে জায়গা পাবেন বলে মনে করা হচ্ছে। হার্দিক যেহেতু সহ-অধিনায়ক তাই দুবেকেই বাইরে বসতে হতে পারে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ভারতীয় দলের তালিকা । t20 world cup 2024 india team list :
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেট কিপার), সঞ্জু স্যামসন (উইকেট কিপার), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ
রিজার্ভ প্লেয়ার- শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবেশ খান
প্রসঙ্গত, পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ (icc t20 world cup 2024) শুরু হবে ২রা জুন থেকে। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ়ে হবে সেই প্রতিযোগিতা। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ এ-তে ভারতের সঙ্গে রয়েছে, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ৫ই জুন নিউ ইয়র্কে ভারতের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের সঙ্গে। ৯ই জুন ভারত ও পাকিস্তানের সেই হাই টেনশনের ম্যাচ। সেই ম্যাচও হবে নিউ ইয়র্কে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচ ১২ই জুন। ১৫ই জুন গ্রুপের শেষ ম্যাচ কানাডার সঙ্গে।