IRCTC News | দূরপাল্লার চলন্ত ট্রেনে এবার থেকে মিলবে মনপসন্দ খাবার! IRCTC এর সঙ্গে মৌ সাক্ষর করলো Swiggy!

Wednesday, March 6 2024, 12:32 pm
highlightKey Highlights

সম্প্রতি আইআরসিটিসির সঙ্গে মৌ চুক্তিতে সই করে জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ সুইগি। যার জেরে দূরপাল্লার ট্রেনে খাবার সরবরাহ করায় ক্ষেত্রে সুইগি-র আর কোনও বাধা থাকছে না।


এবার ট্রেনে বসেই পাওয়া যাবে মন পসন্দ খাবার। ইতালিয়ান হোক মোগলাই-চাইনিজ কিংবা বার্গার-রোল! এবার থেকে দূরপাল্লার চলন্ত ট্রেনে সুইগি ফুড ডেলিভারি (Swiggy food delivery in train) পরিষেবা মিলবে বলে খবর। ভারতীয় রেলওয়ে ক্যাটারিং এবং পর্যটন কর্পোরেশনের খবর (indian railway catering and tourism corporation news) অনুযায়ী, সম্প্রতি আইআরসিটিসির সঙ্গে মৌ (MoU) চুক্তিতে সই করে এই জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ। যার জেরে দূরপাল্লার ট্রেনে খাবার সরবরাহ করায় ক্ষেত্রে Swiggy-র আর কোনও বাধা থাকছে না।

আইআরসিটিসির সঙ্গে মৌ চুক্তিতে সই করে এই জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ
আইআরসিটিসির সঙ্গে মৌ চুক্তিতে সই করে এই জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ

কীভাবে ট্রেনে মিলবে সুইগির ফুড ডেলিভারি পরিষেবা?

Trending Updates

সম্প্রতি আইআরসিটিসির সঙ্গে মৌ (MoU) চুক্তিতে সই করে এই জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ। চুক্তি অনুযায়ী এবার থেকে বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম ও বিজয়ওয়াড়া স্টেশন ছুঁয়ে যাওয়া সমস্ত ট্রেনে খাবার সরবরাহ করবে এই জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ। মৌ চুক্তি হওয়ার পর বিষয়টি নিয়ে একটি বিবৃতিও দিয়েছে সুইগি। তবে আইআরসিটিসির খবর (IRCTC News) অনুযায়ী, আগামী দিনে এই পরিষেবা দেশের আরও ৫৯টি স্টেশনে চালু করা হবে বলে জানিয়েছে ওই ফুড ডেলিভারি সংস্থা। ভারতীয় রেলওয়ে ক্যাটারিং এবং পর্যটন কর্পোরেশনের খবর (indian railway catering and tourism corporation news) অনুযায়ী, আইআরসিটিসির অ্যাপের মাধ্যমে রেল যাত্রীরা আগাম স্যুইগি-র খাবার অর্ডার করতে পারবেন। রেল টিকিটের পিএনআর (PNR) নম্বর দিয়ে করতে হবে খাবার অর্ডার। এর জন্য স্টেশন ও রেস্তরাঁ যাত্রীদের বেছে নিতে হবে। জানাতে হবে খাবার ডেলিভারির তারিখ ও সময়।

আইআরসিটিসির-র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় কুমার জৈন (IRCTC Chairman and Managing Director Sanjay Kumar Jain) এই প্রসঙ্গে জানিয়েছেন, সুইগি-র সঙ্গে অংশীদারিত্ব যাত্রীদের বিভিন্ন ধরনের খাবারের বিকল্প পেতে সাহায্য করবে। এর ফলে ভবিষ্যতে যাত্রী সংখ্যা আরও বাড়বে বলে দাবি করেছেন তিনি। আইআরসিটিসির তরফে আরও জানানো হয়েছে, ডেলিভারি করা খাবার গরম রাখতে সেগুলিকে ইনসুলেটেড সুইগি ব্যাগে প্যাক করা হবে। ট্রেনে সুইগি ফুড ডেলিভারি (Swiggy food delivery in train) অ্যাপ দ্বারা খাবার অর্ডার করলে খাবার পরিবেশনের কয়েক মিনিট আগে নির্দিষ্ট প্ল্যাটফর্মে পৌঁছে যাবেন সুইগি-র ডেলিভারি পার্সন। এর পর গ্রাহকের কাছে খাবার পৌঁছে দেবেন তিনি।

দূরপাল্লার চলন্ত ট্রেনে সুইগি ফুড ডেলিভারি পরিষেবা মিলবে 
দূরপাল্লার চলন্ত ট্রেনে সুইগি ফুড ডেলিভারি পরিষেবা মিলবে 

উল্লেখ্য, গত মাসেই নাম বদল করে বেঙ্গালুরু ভিত্তিক এই জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ, সুইগি। ফেব্রুয়ারির গোড়ায় সেই অনুমোদন পান তাঁরা। ফলে এখন থেকে সুইগি প্রাইভেট লিমিটেড (Swiggy Pvt Ltd) নামেই পরিচিতি পাবে এই কোম্পানি। প্রথমে অবশ্য এর নাম ছিল বুন্দেল টেকনোলজিস প্রাইভেট লিমিটেড (Bundl Technologies Private Limited)। শেয়ার বাজারে মেগা এন্ট্রি নেওয়ার পরিকল্পনা করায় এই নাম বদল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সূত্রের খবর, আইপিও-র মাধ্যমে বাজার থেকে ১০০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনা করেছে সুইগি। ২০২১-এ স্টক মার্কেটে দুনিয়ায় পা রাখে এই সংস্থার প্রধান প্রতিপক্ষ তথা আরেকটি জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো (Zomato)। তার পর থেকেই আইপিও আনার চিন্তা ভাবনা শুরু করে দেন সুইগি -র কর্তা-ব্যক্তিরা। বিশেষজ্ঞদের দাবি, শেয়ার বাজারে সুইগি-র প্রবেশ ঘটলে একই সারিতে ব্যবসা করবে দু’টি কোম্পানি। সেক্ষেত্রে জোম্যাটো-কে টক্কর দিতে পারবে বেঙ্গালুরুর এই সংস্থা। যার ফলে বুন্দেল টেকনোলজিস প্রাইভেট লিমিটেড (Bundl Technologies Private Limited) থেকে সুইগি হওয়ার পর এবার সুইগি প্রাইভেট লিমিটেড  হলো এই ফুড ডেলিভারি কোম্পানি।

ডেলিভারি করা খাবার গরম রাখতে সেগুলিকে ইনসুলেটেড সুইগি ব্যাগে প্যাক করা হবে
ডেলিভারি করা খাবার গরম রাখতে সেগুলিকে ইনসুলেটেড সুইগি ব্যাগে প্যাক করা হবে

বলা বাহুল্য, গত অর্থবর্ষের শেষে অর্থাৎ ২০২৩-র মার্চে ৪৫ শতাংশ বেড়ে সাগর-র অপারেটিং আয় দাঁড়ায় ৮,২৬৫ কোটি টাকা। অন্যদিকে ওই সময় ১৫ শতাংশ বেড়ে কোম্পানিটির নিট লোকসানের পরিমাণ ছিল ৪,১৭৯ কোটি টাকা।বর্তমানে ফুড ডেলিভারির পাশাপাশি মুদি দোকানের সামগ্রীও গ্রাহকদের কাছে পৌঁছে দেয় সুইগি। এবার ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন ই-ক্যাটারিং পোর্টালের মাধ্যমে ট্রেনের যাত্রীদের কাছেও খাবার পৌঁছে দেবে বেঙ্গালুরুর এই কোম্পানি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File