Pahalgam Attack | কেউ শিক্ষক, কেউ বিএ পড়ুয়া! পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত সন্দেহভানদের প্রোফাইল জানলে চমকে যাবেন!

কেউ শিক্ষকতা করেন, আবার কেউ বিএ পড়ুয়া! পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত জঙ্গিদের প্রোফাইল রীতিমতো চমকে দেওয়া মতো।
কেউ শিক্ষকতা করেন, আবার কেউ বিএ পড়ুয়া! পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত জঙ্গিদের প্রোফাইল রীতিমতো চমকে দেওয়া মতো। সূত্রে খবর, এই হামলার সঙ্গে যুক্ত তিন পাক মদত পুষ্ট কাশ্মীরি যুবকের নাম উঠে এসেছে। যাদের মধ্যে বয়স ৩৩ এর আদিল হুসেন থোকার পেশায় শিক্ষক। উর্দুতে MA ও করে সে। শামসিপোরার এমএমআই স্কুলে দীর্ঘদিন বেসরকারি শিক্ষক হিসেবে কাজ করেছে আদিল। আর এক সন্দেহভান বয়স ২০ এর আদনান শফি দার বিএ তৃতীয় সেমিস্টারের পড়ুয়া। পুলওয়ামার বাসিন্দা আহসান উল হক শেখ ছিল পুলওয়ামার সরকারি ডিগ্রি কলেজের পড়ুয়া।
- Related topics -
- দেশ
- ভারত
- পহেলগাঁও জঙ্গি হামলা
- জঙ্গি হামলা
- জঙ্গি
- পাক জঙ্গি