দেশ

নবী বিতর্কের জেরে নুপুর শর্মার বিরুদ্ধে আসা সব মামলার তদন্ত করবে দিল্লি পুলিশ, জানালো শীর্ষ আদালত

নবী বিতর্কের জেরে নুপুর শর্মার বিরুদ্ধে আসা সব মামলার তদন্ত করবে দিল্লি পুলিশ, জানালো শীর্ষ আদালত
Key Highlights

বিজেপি নেত্রী নুপুর শর্মার বিরুদ্ধে গোটা দেশ জুড়ে মোট ১০টি মামলা করা হয়েছে। এই সব মামলার তদন্ত করবে দিল্লি পুলিশ। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ রয়েছে বিজেপি নেত্রী নুপুর শর্মার বিরুদ্ধে। এই মন্তব্যের জেরে রাজস্থা, মহারাষ্ট্রে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গোটা দেশে একাধিক জায়গায় আগুন জ্বলেছে। দেশবাসীর কাছে এর জন্য ক্ষমা চাইতে বলেছিল শীর্ষ আদালত।

এক কথায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হাতেই অস্ত্র তুলে দেওয়া হয়েছে। এমনই অভিেযাগ করেছেন বিরোধীরা। দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণে। নুপুর শর্মার করা নবী কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তোলপাড় হয়েছিল গোটা দেশে। এমনকী আন্তর্জাতিক মহলেও মোদী সরকারকে তীব্র নিন্দার মুখে পড়তে হয়েছিল। আরবের দেশগুলি ভারতীয় পন্য বর্জন করার ডাক দিয়েছিল। এতটাই কঠিন সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

গোটা দেশে তাই নিয়ে অশান্তির আঁচ ছড়িয়ে পড়ে। একাধিক জায়গায় সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাদ যায়নি পশ্চিমবঙ্গও। রাজস্থানে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তাই নিয়ে সুপ্রিম কোর্টে নুপুর শর্মার বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই মামলাকেই শীর্ষ আদালত এই রায় দিয়েছে। নুপুর শর্মার বিরুদ্ধে গোটা দেশে ১০টি মামলা দায়ের করা হয়েছে। সব মামলা দিল্লিতে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেই সঙ্গে পরবর্তী কালে যেসব মামলা দায়ের হবে তার সবকটির তদন্ত দিল্লি পুলিশ।

এদিকে গত ১৯শে জুলাই পর্যন্ত রক্ষা কবচ পেয়েছিলেন নুপুর শর্মা। সেই রক্ষা কবচের মেয়াদও বাড়িয়ে দেওয়া হয়েছে। একজায়গায় নুপুর শর্মার বিরুদ্ধে মামলা গুলি িনয়ে আসার তীব্র বিরোধিতা করেেছ পশ্চিমবঙ্গ সরকার। কাজই এক প্রকার নুপুর শর্মাকে অনেকটাই রেহাই দেওয়া হয়ে গিয়েছে বলে অভিযোগ করেছে বিরোধীরা।


Child Rape | বন্ধুত্বের অ্যাপেই লুকিয়ে ছিলো মারণফাঁদ, দুই বছর ধরে ১৪ জন পুরুষের যৌন নির্যাতনের শিকার নাবালক
Imran Khan | জেলে মানবাধিকার লঙ্ঘন! মুক্তি পেতে রাষ্ট্রসংঘে দরবার করছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান
Sourav Ganguly | ৬ বছর পর CAB প্রেসিডেন্ট পদে ফিরলেন মহারাজ, ফের ক্রিকেট প্রশাসনে সৌরভ গঙ্গোপাধ্যায়
Ukraine | ৩৬১টি ড্রোন নিয়ে রাশিয়ার তৈল শোধনাগারে হামলা চালাল ইউক্রেন, পুড়ে ছাই ফ্যাক্টরি
Mimi Chakraborty | বেটিং কাণ্ডে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তলব ED-র! স্ক্যানারে রয়েছেন উর্বশীও
Krishnanagar | খাবার পেয়েই মুখ খুললো দেশরাজ! কৃষ্ণনগরের ঈশিতা মল্লিক ‘খুনে’ ব্যবহৃত অস্ত্র উদ্ধার পুলিশের
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo