Adani-Hindenburg row: প্যানেলের জন্য কেন্দ্রের ‘বন্ধ খাম’ প্রত্যাখ্যান করল সুপ্রিম কোর্ট

Friday, February 17 2023, 12:39 pm
highlightKey Highlights

জালিয়াতি লেনদেন এবং শেয়ার-মূল্যের কারসাজিতে জড়িত থাকার জন্য হিন্ডেনবার্গ রিপোর্টের পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রক ব্যবস্থাগুলি পরীক্ষা করার জন্য বিশেষজ্ঞ প্যানেল গঠনের জন্য রাজি সুপ্রিম কোর্ট।


আদানি ইস্যুতে শেয়ার বাজারের পতনের পরে, সুপ্রিম কোর্ট দেশের অর্থনৈতিক বিধিবিধানকে আরও কঠোর করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের পরামর্শ দিয়েছিল। সেই অনুযায়ী, শীর্ষ আদালতের পরামর্শ মেনে কেন্দ্র বিশেষ শর্ত তৈরি করে। হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট প্রকাশ হওয়ার পর কার্যত পিছিয়ে পড়েছে মোদী সরকার। ইতিমধ্যে আদানি বিতর্ক নিয়ে সুপ্রিম কোর্টের একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে কেন্দ্র ও সেবিকে।

উল্লেখ্য, কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানিয়েছিল যে শীর্ষ আদালত তিনটি শর্তের ভিত্তিতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে রাজি হয়েছে। প্রথমে কেন্দ্র ঠিক করবে কারা কমিটির সদস্য হবেন। সেই নামগুলি ঠিকানাযুক্ত খামে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে। দ্বিতীয়ত, বিশেষজ্ঞ কমিটিতে কী কী বিষয়ে আলোচনা হবে তাও ঠিক করবে কেন্দ্র। তৃতীয়ত, এটি নিশ্চিত করতে হবে যে SEBI শেয়ার বাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অক্ষম এমন কোনও বার্তা পাঠানো হবে না। যদিও 'খাম বন্ধ' শর্ত খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

Trending Updates

We will not accept the sealed cover suggestion you have because we want to maintain full transparency.

Justices JB Pardiwala, PS Narasimha, and Chief Justice of India (CJI) DY Chandrachud

প্রধান বিচারপতি চন্দ্রচূড় সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বলেছিলেন যে SEBI-কে আঘাত করা সুপ্রিম কোর্টের উদ্দেশ্য নয়। শুধু আলোচনা করতে চাই। যাইহোক, আদানি ইস্যুতে স্বচ্ছতা যে গুরুত্বপূর্ণ তা কেন্দ্রকেও স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File