খেলাধুলা

‘বিশ্বের সেরা স্পিনার ওয়ার্ন নন’, নিজের বিতর্কিত মন্তব্যের জেরে সাফাই দিলেন গাভাস্কার

‘বিশ্বের সেরা স্পিনার ওয়ার্ন নন’, নিজের বিতর্কিত মন্তব্যের জেরে সাফাই দিলেন গাভাস্কার
Key Highlights

সদ্য প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নকে নিয়ে গাভাস্কারের মন্তব্য ঘিরে সৃষ্টি উত্তেজনার।

গত ৪ঠা মার্চ, ২০২২ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বিখ্যাত ক্রিকেটার শেন ওয়ার্ন। তাঁর এই আকস্মিক প্রয়াণে যেখানে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব। অন্যদিকে আর এক প্রখ্যাত ক্রিকেটার সুনীল গাভাসকর জানিয়েছেন যে শেন ওয়ার্ন বিশ্বের সেরা স্পিনার নন। প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্ন আজ আমাদের মধ্যে উপস্থিত না থাকলেও তাঁকে নিয়ে গাভাসকরের  মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে গোটা ক্রীড়ামহলে। এবার সেই বিতর্ক নিয়ে সাফাই দিলেন ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার।

সর্বপ্রথমে জেনে নেওয়া যাক একটি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলে ওয়ার্ন সম্পর্কে গাভাসকর ঠিক কী মন্তব্য পেশ করেছিলেন। 

প্রশ্ন: আপনি (গাভাস্কার) কি ওয়ার্নকেই সেরা স্পিনার হিসেবে মান্য করেন? 

উত্তর: আমার মনে হয়না ওয়ার্নই সেরা স্পিনার। আমার পছন্দের তালিকায় ওয়ার্নের উপরেই থাকবেন মুরলিথরন।

আমার তেমনটা মনে হয় না। আমার মতে, ওয়ার্নের থেকে ভারতীয় স্পিনার এবং শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিথরন অনেক এগিয়ে। এমনকী ব়্যাঙ্কিংয়ের দিকে তাকালেও দেখা যাবে ভারতীয় স্পিনাররা ওয়ার্নের উপরে রয়েছেন। ভারতের বিরুদ্ধে শেন ওয়ার্নের রেকর্ডের দিকে তাকান। অত্যন্ত সাধারণ। ভারতের মাটিতে নাগপুরে মাত্র একবারই পাঁচ উইকেট পেয়েছিলেন তিনি। তাও আবার জাহির খানের জন্য। যে সব ভারতীয়রা স্পিনটা ভাল খেলেন, তাঁদের কাছে কিন্তু খুব একটা কঠিন বাধা ছিলেন না ওয়ার্ন (Shane Warne)। সেই কারণেই আমি তাঁকে সর্বশ্রেষ্ঠ বলতে পারব না।

সুনীল গাভাসকার 

এবিষয়ে গাভাস্কার বেশ আক্ষেপের সুরেই বলেন, সঞ্চালকের এমন স্পর্শকাতর সময়ে এমন প্রশ্ন করা উচিত হয়নি। পাশাপাশি তিনি এও স্বীকার করেন, সদ্য প্রয়াত ওয়ার্নের সঙ্গে কারও তুলনা টেনে তিনিও ঠিক করেননি। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বলেন, “এমন পরিস্থিতিতে এই প্রশ্নটা যেন করা উচিত ছিল না, তেমনই আমারও উত্তর দেওয়া ঠিক হয়নি। কারও সঙ্গে তুলনা টানার এটা সঠিক সময় ছিল না।” এরপরই বলে দেন, “ক্রিকেট জগতে ওয়ার্ন অন্যতম সেরা তারকা। রডনি মার্শও বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার। তাঁদের আত্মার শান্তি কামনা করি।”


Uttarakhand | ১৫টি জায়গার নাম বদল করলো উত্তরাখণ্ড সরকার! তালিকায় রয়েছে হরিদ্বার, দেরাদুন, নৈনিতালের মতো জায়গা!
MI vs KKR | ঘরের মাঠে দুর্দান্ত কামব্যাক! চলতি আইপিএলে প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স! ২ উইকেটে পরাজিত নাইটরা!
Medicine Price | আগামীকাল থেকে দেশ জুড়ে বাড়ছে অত্যাবশ্যকীয় বেশ কিছু ওষুধের দাম!
Israel Attack Gaza | ঈদের দিনেও ইজরায়েলি হামলায় ৬৮ জনের প্রাণহানি! মৃত্যু নিষ্পাপ শিশুদেরও!
Magrahat Station | মগরাহাট স্টেশনে অগ্নিকান্ড! বন্ধ রইলো ডায়মন্ড হারবার লাইনের ট্রেন চলাচল!
Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Guillain Barre Syndrome | আতঙ্কের নয়া নাম গুলেন ব্যারি সিনড্রোম! কীভাবে হচ্ছে এই বিরল স্নায়ু রোগ? কারাই বা আক্রান্ত হচ্ছেন বেশি?