খেলাধুলা

Sunil Chetri | ৩৯ বছরে পা সুনীল ছেত্রীর! অধিনায়কের জন্মদিনে ফিরে দেখা তাঁর রেকর্ডের দিকে!

Sunil Chetri | ৩৯ বছরে পা সুনীল ছেত্রীর! অধিনায়কের জন্মদিনে ফিরে দেখা তাঁর রেকর্ডের দিকে!
Key Highlights

রোনাল্ডো, মেসির পরেই সর্বাধিক গোল করার রেকর্ডের তালিকায় রয়েছেন সুনীল ছেত্রী। রয়েছে সাতবার এআইএফএফ বর্ষসেরা খেলোয়াড় হওয়ার রেকর্ডও।

গত কয়েক দশকে ভারতের ফুটবলে একাধিক পরিবর্তন এসেছে। সম্প্রতি গোটা বিশ্বের নজর কেড়েছে ভারতের ফুটবল টিম (Indian Football Team)। গত ২০ বছরে দেশের ফুটবল দলের বহু সাফল্যের পেছনে রয়েছেন এই ব্যক্তি। শুরু থেকেই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রানপন দিয়েছেন এই ফুটবলার। ইনি আর কেউ নন,ভারতের ফুটবল টিমের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। আজ, ৩রা অগাস্ট, বৃহস্পতিবার ৩৯ বছরে পা দিলেন অধিনায়ক।

সুনীল ছেত্রীর ফুটবল জগতে প্রবেশ । Sunil Chhetri's Entry into the World of Football : 

১৯৮৪ সালের ৩রা অগাস্ট  ভারতের সেকেন্দ্রাবাদে (Secunderabad) জন্মগ্রহণ করেন সুনীল ছেত্রী। সুনীলের রক্তেই ফুটবলের প্রতি রয়েছে টান। কারণ বাবা কেবি ছেত্রী (KB Chhetri) ইলেকট্রনিক ও যন্ত্র প্রকৌশলের ভারতীয় সেনাবাহিনীর এক অফিসার থাকলেও এর পাশাপাশি ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ফুটবল খেলোয়াড়। অন্যদিকে, মা সুশীলা ছেত্রীও (Sushila Chhetri) ছিলেন অবসরপ্রাপ্ত খেলোয়াড়। সুনীল ছেত্রীর মা এবং যমজ বোন নেপাল মহিলা ফুটবল দলের (Nepal women's football team) হয়ে খেলেছেন।

ছোটবেলার থেকেই বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে অংশ নিতেন ছেত্রী। ২০০১–০২ মরশুমে, ভারতীয় ফুটবল ক্লাব সিটির যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে সুনীল ফুটবল জগতে প্রবেশ করলেও ২০০২ সালে দিল্লি (Delhi) থেকে এসে কলকাতায় (Kolkata) মোহনবাগানে (Mohun Bagan) যোগ দিয়ে খেলায় নিজের কর্মজীবন শুরু করেন সুনীল ছেত্রী। সেই সময় সবুজ-মেরুনের কোচ ছিলেন সুব্রত ভট্টাচার্য (Subrata Bhattacharya)। তাঁর কোচিংয়েই খেলা শুরু করেন সুনীল। 

মোহনবাগানের হয়ে তিন মৌসুমে ১৮ ম্যাচে ৮টি গোল করার পর ২০০৫–০৬ মৌসুমে তিনি জেসিটিতে (JCT) যোগদান করেন। জেসিটিতে তিন মৌসুম অতিবাহিত করার পর ইস্টবেঙ্গলের (East Bengal) সঙ্গেও চুক্তি স্বাক্ষর করেছিলেন ছেত্রী। লাল-হলুদ দলে থেকে  তিনি ১৪ ম্যাচে ৯টি গোল করেন। পরবর্তীকালে, তিনি ডেম্পো (Dempo), ক্যানসাস সিটি (Kansas City), ইউনাইটেড (United), স্পোর্টিং সিপি বি (Sporting CP), চার্চিল ব্রাদার্স (Churchill Brothers), বেঙ্গালুরু (Bengaluru) এবং মুম্বই সিটির (Mumbai City) হয়ে খেলেছেন। 

২০০৩ সালে, সুনীল ভারত অনূর্ধ্ব-২০ দলের হয়ে ভারতের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। ভারতের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, ছেত্রী ২০০৫ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। ভারতের জার্সি গায়ে তিনি এখনও পর্যন্ত ১৪২ ম্যাচে ৯২টি গোল করেছেন।

সুনীল ছেত্রীর রেকর্ড । Sunil Chhetri's records :

৩৯ বছর বয়সেও সুনীল যেভাবে ধারাবাহিক সাফল্য ভারতীয় ফুটবল দলকে এনে দিচ্ছেন, তা গোটা ভারতের কাছেই যথেষ্ট শিক্ষণীয়। ভারতের ফুটবল টিমের অধিনায়কের জন্মদিনের দিন দেখে নেওয়া যাক তাঁর গড়া রেকর্ড।

  • ১. সুনীল ছেত্রী প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি তিনটি ভিন্ন মহাদেশে খেলেছেন।
  • ২.  ভারতের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলছেন তিনি। মোট ১৪২টি ম্যাচ খেলেছেন ছেত্রী।
  • ৩.  ভারতীয়দের দ্বারা সর্বাধিক আন্তর্জাতিক গোল (৯২) করেছেন।
  • ৪.  ভারতের হয়ে সবচেয়ে বেশি হ্যাটট্রিক করেছেন। মোট ৮টি হ্যাটট্রিক করেছেন ছেত্রী।
  • ৫. এএফসি (AFC) প্রতিযোগিতায় ভারতের হয়ে সর্বাধিক গোল, ১৯টি গোল করেছেন সুনীল।
  • ৬. সাফ চ্যাম্পিয়নশিপে (SAFF Championship) সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সুনীল। মোট ২৩টি গোল করেছেন।
  • ৭.  এএফসি কাপে (AFC Cup) ভারতীয়দের দ্বারা সর্বাধিক সংখ্যক ম্যাচ খেলেছেন। মোট ৪০টি ম্যাচ খেলেছেন সুনীল।
  • ৮.   প্রথম স্তরের ভারতীয় ফুটবল লিগে ভারতীয়দের দ্বারা সর্বাধিক গোল অর্থাৎ ১৪৩টি গোল করেছেন সুনীল।
  • ৯. ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) হ্যাটট্রিক করা প্রথম ভারতীয় খেলোয়াড়।
  • ১০. ইন্ডিয়ান সুপার লিগে ভারতীয়দের দ্বারা সর্বাধিক হ্যাটট্রিক করেছেন সুনীল।
  • ১১. ইন্ডিয়ান সুপার লিগে সর্বোচ্চ ভারতীয় গোলদাতা তিনি। ৫৬টি গোল করছেন সুনীল।
  • ১২.  ৯৪ টি গোল করে আই লিগে সর্বোচ্চ ভারতীয় গোলদাতার রেকর্ড গড়েছেন ছেত্রী।
  • ১৩. ৯টি গোল করে সুপার কাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড রয়েছে।
  • ১৪. বেঙ্গালুরুর হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ছেত্রী। ২৫৯টি ম্যাচ খেলেছেন তিনি।
  • ১৫. বেঙ্গালুরুর পক্ষে ১১৫টি গোল করে সর্বাধিক সংখ্যক গোলের রেকর্ড গড়েছেন ছেত্রী।
  • ১৬.   খেলরত্ন পুরস্কার পাওয়া প্রথম ফুটবলার তিনি।
  • ১৭. রেকর্ড রয়েছে সাতবার এআইএফএফ বর্ষসেরা খেলোয়াড় হওয়ার।

বছর  বছর ধরে জাতীয় দলের হয়ে গোল করে চলেছেন ভারতীয় ফুটবলের ভরসা সুনীল ছেত্রী। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo), লিওনেল মেসির (Lionel Messi) সঙ্গে একই সারিতে ভারতের গর্ব সুনীল ছেত্রী। রোনাল্ডো, মেসির পরেই রয়েছেন সুনীল। এখন ছেত্রীর পরবর্তী লক্ষ্য, এশিয়ান গেমসে (Asian Games) ভারতীয় দলকে সাফল্য এনে দেওয়া। ফলে গোটা দেশ আশা, শুভেচ্ছা, ভরসা নিয়ে তাকিয়ে ভারতীয় ফুটবল টিমের অধিনায়ক সুনীল ছেত্রীর দিকে।


Dust Allergy | ধুলোর সংস্পর্শে আসতেই শুরু হাঁচি? ডাস্ট অ্যালার্জি থেকে মুক্তি পেতে মেনে চলুন এই কয়েকটি বিষয়!
Mrinal Sen | তাঁর ছবিতে বার বার ফুটে উঠেছে নিম্নবিত্ত-মধ্যবিত্ত শ্রেণির সংগ্রাম! বাংলা চলচিত্র জগতে নতুন ধারার প্রবর্তন করেন কিংবদন্তি মৃণাল সেন!
Kitchen Utensils | স্টিল, অ্যালুমিনিয়াম, নন-স্টিক না মাটির পাত্র? কোন ধরণের বাসনে রান্না করা স্বাস্থ্যকর?
Mother’s Day | যত্ন নিন মায়ের স্বাস্থ্যের! জানুন মায়েদের জন্য রয়েছে কী কী স্বাস্থ্যবিমা এবং ৫০ পেরোলেই করাবেন কোন স্বাস্থ্য পরীক্ষা!
Cyber Crime | পরিচিত ব্যক্তির কণ্ঠস্বরে ফোনে কেউ টাকা চাইছে? সাবধান! AI ভয়েস ক্লোনিং দ্বারা প্রতারিত হচ্ছেন বহু!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali