সাফল্যের কাহিনী

Priyam Bhandari Success Story | প্রিয়ম ভান্ডারী, একজন সফল মহিলা উদ্যোগপতির অনুপ্রেরণামূলক কাহিনী!

Priyam Bhandari Success Story | প্রিয়ম ভান্ডারী, একজন সফল মহিলা উদ্যোগপতির অনুপ্রেরণামূলক কাহিনী!
Key Highlights

প্রিয়মের এই সাফল্যের কাহিনীর যাত্রা শুরু হয়েছিল স্টাডি টেবিল থেকে। আজ তাঁর অধীনে রয়েছে মার্কেটিং কোপানি থেকে শুরু করে এক ই-কমার্স প্ল্যাটফর্ম সংস্থা! জন্ম তাঁর বাঙালি পরিবারে হলেও বড় হয়ে ওঠা বিদেশে। প্রথমে আর পাঁচটা যুবক-যুবতীর মতো প্রিয়মও চাকরি করেন। তবে শীঘ্রই সেখান থেকে বেরিয়ে প্রতিষ্ঠা করেন একটি ৩৬০ ডিগ্রি মার্কেটিং কোম্পানি- রোর মিডিয়া ভেঞ্চার (Roar Media Venture) বা আরএমভি (RMV) এবং একটি ই-কমার্স প্ল্যাটফর্ম পউম্যাক্স (Pawmax)।

একঘেয়ে নাইন টু ফাইভ চাকুরী জীবন থেকে বেরিয়ে এসে নিজের ক্ষমতায় সুপ্রতিষ্ঠিত হতে চান বেশিরভাগ মানুষই। কিন্তু এই রাস্তা যে একেবারেই সহজ নয়। যেমন দরকার আত্মবিশ্বাস, তেমনই দরকার ভয়-বাধা জয় করার ক্ষমতাও। এরকমই ভয়, বাধা সবকে ছাপিয়ে নিজের অদম্য ইচ্ছাশক্তির ওপর জোর দিয়ে আজ সফল এক উদ্যোগপতি হয়ে উঠেছেন প্রিয়ম ভান্ডারী (Priyam Bhandari)।  

প্রিয়মের এই সাফল্যের কাহিনীর যাত্রা শুরু হয়েছিল স্টাডি টেবিল থেকে। আজ তাঁর অধীনে রয়েছে মার্কেটিং কোপানি থেকে শুরু করে এক ই-কমার্স প্ল্যাটফর্ম সংস্থা! জন্ম তাঁর বাঙালি পরিবারে হলেও বড় হয়ে ওঠা বিদেশে। কিন্তু তা বলে যে মাতৃভাষা ভুলে যাবেন তা কিন্তু একেবারেই নয়। দিব্যি ঝরঝরিয়ে বলেন বাংলা। ছোটবেলার থেকেই সিনেমার প্রতি ভালোবাসা অগাধ। বরাবরই ইচ্ছা ছিল সিনেমা সম্পর্কিত কিছু কাজ করবেন। তবে ভাগ্যক্রমে পড়াশোনা আইন নিয়ে। তবে আগেই বলেছি, প্রিয়মের অদম্য ইচ্ছা শক্তি। যা করবেন বলে ভাবেন তা করেই দেখান! তাই আইন নিয়ে পড়াশোনা হলেও সেটি কিন্তু মিডিয়া সম্পর্কিত আইন! যে কোনোরকম ব্যবসা শুরু করার সময় ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস, সম্পর্কিত বাজার সম্পর্কে ধারণা ছাড়াও যে জিনিষটির সবথেকে বেশি প্রয়োজন তা হলো অর্থ। ফলে নিজের ব্যবসা, নিজের সংস্থা প্রতিষ্ঠা করার ইচ্ছা থাকলেও প্রথমে কর্ম অভিজ্ঞতা এবং আয়ের জন্য আর পাঁচটা যুবক-যুবতীর মতো প্রিয়মও চাকরি করেন। তবে শীঘ্রই সেখান থেকে বেরিয়ে প্রথমে প্রতিষ্ঠা করেন একটি ৩৬০ ডিগ্রি মার্কেটিং কোম্পানি- রোর মিডিয়া ভেঞ্চার (Roar Media Venture) বা আরএমভি (RMV)। 

রোর মিডিয়া ভেঞ্চরের শুরুটা হয় প্রিয়মের স্টাডি টেবিল থেকে। প্রথমে একাই শুরু করেন এই যাত্রা। এরপর প্রিয়মের সঙ্গ দেন তাঁর লিগ্যাল টিম। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে এই ৩৬০ ডিগ্রি মার্কেট কোম্পানি। তবে এই ৩৬০ ডিগ্রি মার্কেট কোম্পানির অর্থ কী? প্রিয়ম জানালেন, ৩৬০ ডিগ্রি মার্কেট কোম্পানি মানে এমন এক সংস্থা যারা ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে বিজ্ঞাপন, আইনি ভাগ সবটাই দেখভাল করে। সহজ ভাষায় বলতে গেলে, ধরুন আপনি একটি কোম্পানি খুলবেন। সেক্ষেত্রে আপনার কোম্পনীর প্রচারের জন্য এবং আইনি দিক থেকে যা যা সাহায্য দরকার তার সবটাই পাবেন এই রোর মিডিয়া ভেঞ্চরের মতো ৩৬০ ডিগ্রি মার্কেট কোম্পানিতে। প্রিয়মের আরএমভি তাদের ক্লায়েন্টদের পছন্দ মতো এবং তাদের পরামর্শ নিয়ে, সহযোগিতা করে কাজ করে। ফলে এক্ষেত্রে আরএমভি-র ক্লায়েন্টরা সাফল্য পান হাতেনাতে।

RMV সম্পর্কে আরও জানতে ক্লিক করুন :  https://youtu.be/IYSnENNyM0w?list=TLGGe-pmbp7ba3MwMzA3MjAyNA

বেঙ্গলBYTE-এর সঙ্গে সাক্ষাৎকারের সময় প্রিয়ম বলেন, তিনি একেবারেই একজায়গায় থেমে থাকার মানুষ নন। কীভাবে আরও সাফল্য লাভ করা যায়, কীভাবে তাঁর ব্যবসা আরও প্রশস্ত করা যায় এটিই চলে তাঁর মাথায়। ফলে রোর মিডিয়া ভেঞ্চর প্রতিষ্ঠা করার পর প্রিয়ম প্রতিষ্ঠা করেন পউম্যাক্স (Pawmax )। আমাজন, ফ্লিপকার্টের মতোই এটি একটি ই-কমার্স প্ল্যাটফর্ম। তবে মানুষের জন্য নয়, বরং এটি তৈরী হয়েছে সারমেয়দের জন্য। প্রিয়ম জানান, একসময়ে তাঁর রীতিমতো ভয় ছিল কুকুরের প্রতি। তবে সেই ভয় কাটিয়ে ক্রমেই তিনি বুঝতে পারেন আসলে তারা কতটাই স্নেহময় এবং নিঃস্বার্থ্যভাবে সীমাহীন ভালোবাসা দিতে পারে। তবে ভালোবাসা যে মানুষের কাছে কিছুই নয় সেটাও বোঝেন প্রিয়ম। ভারতের মতো দেশে কুকুরদের ওপর যে অমানবিক অত্যাচার হয় তার বিরুদ্ধে লড়াই করার জন্যই পউম্যাক্স  তৈরী করেন প্রিয়ম। কিন্তু কীভাবে? পউম্যাক্স যে কেবল ই-কমার্স প্ল্যাটফর্মই নয়, এই সংস্থা দেখভাল করে অসংখ্য পথকুকুরদের। এমনকি ভারতীয় কুকুর যাকে বলে ইন্ডি ডগ-তাদের নিয়ে একটি যোগকেন্দ্রও খুলেছেন প্রিয়ম। যেখানে আপনি শরীর চর্চা করতে পারবেন সারমেয়দের নিয়ে। এমনকি যোগকেন্দ্রে থাকা কোনও কুকুরকে যদি আপনার পছন্দ হয় তাহলে তাকে আপনি সঙ্গে করে বাড়িও নিয়ে যেতে পারেন।

বর্তমানে সমাজ নানান দিক থেকে আধুনিক হয়েছে। সকলের সমান অধিকার নিয়ে নানান নিয়মও তৈরী হয়েছে। তবে এখনও বিভিন্ন ক্ষেত্রে বিশেষত ব্যবসার ক্ষেত্রে মেয়েদের পিছিয়ে রাখা হয়। অনেকেই মহিলাদের সফল উদ্যোগপতি হয়ে ওঠার ঘটনাকে নিছকই স্বপ্নের মতো বা অবিশ্বাস্য বলে মনে করেন। তবে জেদ, ইচ্ছা থাকলেই যে সব স্বপ্ন পূরণ করা যায় তা প্রিয়ম ভান্ডারী যে প্রতি পদেই প্রমাণ করে চলেছেন সে বিষয়ে আর আলাদা করে বলতে হয় না। সকল বাধা ভেঙে সাফল্যের দিকে আরও এগিয়ে চলুক রোর মিডিয়া ভেঞ্চার ও পোম্যাক্স এবং অবশ্যই সফল যুবক উদ্যোগপতি প্রিয়ম ভান্ডারী।

দেখুন প্রিয়ম ভান্ডারীর সাক্ষাৎকারের ভিডিও : https://youtu.be/egLyXQSY3mQ?feature=shared


R G Kar | দেহে কমপক্ষে ২৪টি আঘাতের চিহ্ন! গণপিটুনির মতোই বেধড়ক মারধর করা হয়েছিল আরজিকরের নির্যাতিতাকে?
Bangladesh | বাংলাদেশে গণপিটুনিতে মৃত্যু শিক্ষকের, তার বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ ওঠে, জারি ১৪৪ ধারা
Mahalaya 2024 | রাত পোহালেই দেবীপক্ষের সূচনা, তবে মহালয়ার সঙ্গে প্রত্যক্ষ যোগ নেই দুর্গাপুজোর: জানুন মহালয়ার গুরুত্ব ও অমাবস্যার সূচি
South Korea | সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়ার ভূগর্ভস্থ বাঙ্কারগুলিতে পৌঁছাতে পারে এই ক্ষেপণাস্ত্র
Vastu For Home | পুজোর আগে ঘর সাজান বাস্তু মেনে! আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি
East Bengal Coach | ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে পদত্যাগ করলেন কার্লেস কুয়াদ্রাত, টানা ব্যর্থতার পর দু’পক্ষের সম্মতিতে সিদ্ধান্ত
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla