শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বয়স নির্ধারণে নতুন নির্দেশনা জারি করলো শিক্ষা মন্ত্রণালয়
নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের বয়স জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী নির্ধারণ করতে বলা হয়েছে।
প্রথম শ্রেণিতে ভর্তির জন্য এর আগেই সরকার বয়স নির্ধারণ করে দিয়েছিল। এবার দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রেও শিক্ষার্থীদের বয়স নির্ধারণের কথা বলা হয়েছে। জানা যাচ্ছে জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী এই বয়স নির্ধারণ করা হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেও শিক্ষার্থীদের নির্ধারিত ন্যূনতম বয়স কত হতে হবে জেনে নিন
শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সংশোধিত নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির বয়স এর আগে জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী ৬ বছরের বেশি নির্ধারণ করা হয়েছিল, এখনও সেই নিয়মই বহাল থাকবে। দ্বিতীয় শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য ৭ বছরের বেশি বয়স, তৃতীয় শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ৮ বছরের বেশি, ষষ্ঠ শ্রেণিতে ১১ বছরের বেশি এবং সপ্তম শ্রেণিতে ১২, অষ্টম শ্রেণিতে ১৩ ও নবম শ্রেণিতে ভর্তির জন্য ন্যূনতম ১৪ বছর বয়স নির্ধারণ করেছে সরকার।
সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছিল সরকার। সে অনুযায়ী বেশিরভাগ সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শেষ। কিন্তু ভর্তির সময় পার হয়ে যাওয়ার পর সোমবার সরকারি স্কুলের ভর্তির সংশোধিত নীতিমালা জারি করা হলো।
- Related topics -
- শিক্ষা
- শিক্ষা ব্যবস্থা
- শিক্ষার্থী
- স্কুলে ভর্তির বয়স