রাজ্য

স্কুল শিক্ষক পরিচয়ে গোয়েন্দাদের চোখে ধুলো! হাওড়া থেকে গ্রেপ্তার করা হলো JMB লিংকম্যান

স্কুল শিক্ষক পরিচয়ে গোয়েন্দাদের চোখে ধুলো! হাওড়া থেকে গ্রেপ্তার করা হলো JMB লিংকম্যান
Key Highlights

স্কুল শিক্ষকের পরিচয়ে গোয়েন্দাদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা বিফল, হাওড়ার বাঁকড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হলো অভিযুক্তকে

ফের বাংলা থেকে গ্রেপ্তার জেএমবি লিংকম্যান। ধৃত মহম্মদ আমিরুদ্দিন। হাওড়ার বাঁকড়া থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পেশায় শিক্ষক ওই ব্যক্তি আদতে পুরুলিয়ার পাড়া এলাকার বাসিন্দা। তবে বাঁকড়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকত সে। রাজ্য পুলিশের এসটিএফ তাকে গ্রেপ্তার করে। ধৃতকে বুধবার হাওড়া জেলা আদালতে তোলা হবে।

হাওড়ার বাঁকড়া এলাকায় হানা দেন পুলিশ আধিকারিকরা

রাজ্য পুলিশের এসটিএফ গোপন সূত্রে আমিরুদ্দিনের কথা জানতে পারে। সেই অনুযায়ী হাওড়ার বাঁকড়া এলাকায় হানা দেন আধিকারিকরা। শিক্ষক পরিচয়ে গোয়েন্দাদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা বিফল হয় অভিযুক্তের। মহম্মদ আমিরুদ্দিনকে গ্রেপ্তার করা হয় তাদের। ধৃতের বিরুদ্ধে জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। জানা যায় উত্তর পূর্ব ভারতে নাশকতার ছক কষেছিল সে।

বুধবার ধৃত জেএমবি লিংকম্যানকে হাওড়া জেলা আদালতে তোলার কথা। ধৃত কতদিন ধরে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, জঙ্গিগোষ্ঠী তার ভূমিকা কী, কাকে কাকে আশ্রয় দিয়েছিল সে – জেএমবি লিংকম্যান গ্রেপ্তারিতে এমনই নানা প্রশ্নের ভিড়। ধৃতকে জেরা করে সমস্ত জবাব পাওয়া যাবে বলেই আশা তদন্তকারীদের।