উইম্বলডনে অভিনব শপথ, প্রতিটি এস সার্ভিসের জন্য ইউক্রেনকে বিপুল অর্থ দেবেন এই তারকা ।
রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine War) যুদ্ধর ফলে রাশিয়ার আগ্রাসনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনে। এমতাবস্থায় পোল্যান্ডের টেনিস তারকা হুবার্ট হুরকাজ (Hubert Hurkacz) শপথ নিয়েছেন, উইম্বলডনে প্রতিটি এস সার্ভিস পিছু তিনি ১০০ ইউরো দান করবেন ইউক্রেনের ত্রাণ তহবিলে।
পোল্যান্ডের হুরকাজ সপ্তম বাছাই। আজ থেকে শুরু হচ্ছে উইম্বলডন। এই মরশুমে ৩৯টি ম্যাচে ৪৫২টি এস সার্ভিস করেছেন হুরকাজ। প্রতি ম্যাচে প্রায় ১১টি এস সার্ভিস মেরেছেন তিনি। ২০২১ সালের উইম্বলডনে হুরকাজ সেমিফাইনালে পৌঁছেছিলেন। রজার ফেডেরার ও দানিল মেডভেদেভকে হারিয়েছিলেন। ৬ টি ম্যাচে ৫৪টি এস সার্ভিস মেরেছিলেন হুরকাজ।
প্রতিটি এস সার্ভিস পিছু ১০০ ইউরো করে আমি দান করব ইউক্রেনকে। আশা করি আমার সার্ভিসগুলো ঠিকঠাক হবে।
আরও পড়ুন: Rafael Nadal: লাল মাটি তাঁর, শুধু তাঁর!
প্রথম রাউন্ডে স্পেনের আলেক্সান্দ্রো ড্যাভিডোভিচের বিরুদ্ধে নামছেন হুবার্ট। প্রথম রাউন্ড থেকেই হয়তো বিদ্যুৎগতির সব এস সার্ভিস করবেন তিনি। ইউক্রেনের জন্য তাঁকে যে একের পর এক এস সার্ভিস মারতেই হবে।
- Related topics -
- খেলাধুলা
- টেনিস
- টেনিস টুর্নামেন্ট
- লাইফস্টাইল