ফর্ম ফিলাপ বা আবেদন না করেই এসএসসিতে চাকরি! সিবিআইয়ের কাছে এল চাঞ্চল্যকর তথ্য

Wednesday, June 1 2022, 3:26 pm
highlightKey Highlights

এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসিতে নিয়োগে দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই।


কলকাতা হাইকোর্ট যে নথির উপর ভর করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল ইতিমধ্যেই সেই সমস্ত নথি নিজেদের হেফাজতে নিতে শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এছাড়াও, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন সিবিআইয়ের আধিকারিকরা।

তদন্তকারী সংস্থা মামলাকারীদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে বেশ কিছু নথি ও প্রমাণ সংগ্রহ করেছে অবসরপ্রাপ্ত বিচারপতি রয়েছে রঞ্জিত বাগের কমিটি এসএসসির গ্রুপ সিতে নিয়োগের ক্ষেত্রে সাড়ে তিনশোর বেশি বেআইনি নিয়োগপত্রের কথা বললেও সেই সংখ্যাটা আরও বেশি হবে বলে দাবি সিবিআইয়ের।

এসএসসিতে নিয়োগে দুর্নীতির প্রমাণে সম্প্রতি এসএসসির অফিস আচার্য সদনে তল্লাশি চালিয়েছে সিবিআই। সেখান থেকেও বেশ কিছু নথিপত্র সংগ্রহ করছেন গোয়েন্দারা। অন্যদিকে, গত সোমবার থেকে মামলাকারীদের কাছ থেকে এই সংক্রান্ত নথি সংগ্রহ করছে সিবিআই।

Trending Updates




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File