Sri Lanka: শ্রীলঙ্কার অস্থায়ী প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন রনিল বিক্রমসিঙ্ঘে
Key Highlightsশ্রীলঙ্কার অস্থায়ী প্রেসিডেন্ট-এর বাসভবন ঘিরে ফেলতেই সেনা এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ। তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করে পুলিশ।
শ্রীলঙ্কায় বুধবার সকাল থেকে আবার নতুন করে জনরোষের ছবিধরা পড়েছে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালিয়ে আপাতত মলদ্বীপে আশ্রয় নিয়েছেন। প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেলেছে সেনা। এই পরিস্থিতিতেই জারি হয়ে গেল জরুরি অবস্থা।

প্রেসিডেন্টের পালানোর খবর চাউর হতেই হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নামেন। তাঁরা এমনকি পার্লামেন্ট এবং প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশে মিছিল করে যান। পার্লামেন্টের ২০০ মিটার আগেই তাঁদের রুখে দেয় সেনা। প্রেসিডেন্টের ইস্তফা দাবি তোলেন বিক্ষোভকারীরা। শুধু তাই-ই নয়, প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘেরও পদত্যাগের দাবি তুলেছেন তাঁরা। স্থানীয় সময় দুপুর ১টার মধ্যে প্রধানমন্ত্রী ইস্তফা না দিলে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।

আরও পড়ুন: Amarnath cloudburst: অমরনাথে আটকে বাংলার ৭২ জন, ঘরে ফেরানোর চেষ্টায় প্রশাসন, চালু হেল্পলাইন
বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেলতেই সেনা এবং পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ফাটানো হয়, সঙ্গে লাঠিচার্জও করা হয়। কিন্তু লাভ হয়নি। প্রধানমন্ত্রীর বাসভবনের দেওয়াল টপকে বিক্ষোভকারীsenদের ভিড় ঢুকে পড়ে।
- Related topics -
- আন্তর্জাতিক
- শ্রীলঙ্কা
- সেনাবাহিনী








