খেলাধুলা

ভারতের সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক বিরাট কোহলি: ইরফান পাঠান | India's best Test captain of all time Virat Kohli: Irfan Pathan

ভারতের সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক বিরাট কোহলি: ইরফান পাঠান | India's best Test captain of all time Virat Kohli: Irfan Pathan
Key Highlights

ভারতের ক্রিকেট ইতিহাসে টেস্ট ফরমেটে সর্বকালের সেরা অধিনায়ক কে? এই প্রশ্নে বহু ক্রিকেটপ্রেমীর মনে প্রথমেই আসবে সৌরভ গাঙ্গুলী অথবা মহেন্দ্র সিং ধোনির নাম। তবে এখন সেই স্থান টি দখল করে নিলেন বিরাট কোহলি।

অনেকটা সময় ধরে ভারতের সেরা অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলী। তারপর সেই জায়গায় বসেছিলেন মহেন্দ্র সিং ধোনি। বর্তমানে এই দুই কিংবদন্তি ক্রিকেটারের পরিবর্তে নাম উঠে এল বিরাট কোহলির। পরিসংখ্যান বলছে, কোহলি ভারতকে এখন পর্যন্ত ৬৬ টেস্টে নেতৃত্ব দিয়ে ৩৯টিতেই জিতিয়েছেন, হার ১৬টি। ড্র হয়েছে ১১ টি ম্যাচ।

টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থানে ভারত

সদ্য সমাপ্ত টেস্ট সিরিজেও  ১-০ ব্যবধানে নিউজিল্যান্ডকে পরাজিত করেছে ভারত। এই জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাধারীদের সরিয়ে ফের শীর্ষস্থানও ফিরে পেয়েছে ভারত। এই ম্যাচে ভারতের দুর্দান্ত কামব্যাকের পর ইরফান পাঠান এক টুইটবার্তায় কোহলিকে রীতিমত প্রশংসায় ভাসিয়েছেন।

বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ ইরফান পাঠান

বিরাটের নেতৃত্বগুণে মুগ্ধতার কথা জানিয়ে ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান টুইটে  লিখেছেন, "আমি আগেও বলেছি, আবারও বলছি- কোহলি ভারতের সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক। ৫৯.০৯ শতাংশ জয় নিয়ে তিনিই সবার ওপরে, দ্বিতীয় স্থানে থাকা (অধিনায়কের) জয় শতকরা ৪৫ ভাগ।"