IPL 2023 | শুভমনের সেঞ্চুরির প্রশংসা ক্রিকেট মহাতারকা সচিনের! নেট দুনিয়ায় তীব্র কটাক্ষের শিকার শুভমনের সঙ্গে তার বোনও!

Monday, May 22 2023, 11:01 am
highlightKey Highlights

আরসিবিকে হারিয়ে বিরাটদের প্লে অফে খেলার স্বপ্নভঙ্গ করলো গুজরাট। সেঞ্চুরি করায় শুভমনকে প্রশংসা করলেন সচিন। তবে তীব্র কটাক্ষের মুখে পড়লেন শুভমন ও তার বোন।


রবিবাসরীয় ক্রিকেট মহারণ আইপিএল ২০২৩ (IPL 2023)-এ ব্যাঙ্গালোর বনাম গুজরাটের (Bangalore vs Gujarat) খেলায় শুভমন গিলের (Subhman Gill) চমৎকার পারফর্মেন্সে মুগ্ধ গুজরাট টাইট্যান্স (Gujarat Titans)-সহ ক্রিকেট প্রেমীরা। এদিনের ম্যাচে কেবল পয়লা নম্বরে থেকে লিগ শেষ করাই নয়, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royals Challengers Bangalore) হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মুখে হাসি ফোটাল টাইট্যান্সরা।

সেঞ্চুরি করে আরসিবিকে পরাজিত করলেন শুভমন গিল
সেঞ্চুরি করে আরসিবিকে পরাজিত করলেন শুভমন গিল

২১ সে মে অর্থাৎ রবিবার রাতে মাত্র ৫২ বলে নট আউট ১০৪ রানের ইনিংস খেলেছেন শুভমন। উল্টো দিকে, একের পর এক উইকেট পড়লেও কোনও ভাবে থামানো যায়নি তাঁকে। ৮টা ছয় ও ৫টা চার দিয়ে পূর্ণ করেন ইনিংস। রবি-রাতের পর ভারতীয় ক্রিকেটমহলে শুধুই চর্চা পঞ্জাবি ক্রিকেটারকে নিয়ে। তাঁর অবিশ্বাস্য সেঞ্চুরির কারণেই প্লে অফের খেলা থেকে ছিটকে গেলেন বিরাট কোহলির (Virat Kohli) দল। এমনকি শুভমনের জন্যই প্লে-অফে জায়গা পেল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians )। গতকালের ম্যাচের পরই শুভমন ও গুজরাট টাইট্যান্সের খেলা নিয়ে অবাক করা মন্তব্য করলেন ক্রিকেট মহানায়ক সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।

Trending Updates
মাত্র ৫২ বলে নট আউট ১০৪ রানের ইনিংস খেলেছেন শুভমন
মাত্র ৫২ বলে নট আউট ১০৪ রানের ইনিংস খেলেছেন শুভমন

মুম্বই প্লে-অফে পা রাখার পর সচিন  টুইটারে লেখেন, শুভমন আর ক্যামেরন গ্রিন (Cameron Green) মুম্বইয়ের হয়ে দারুণ ব্যাটিং করল। পাশপাশি রবিবারের জোড়া ম্যাচে হয়েছে তিনটে সেঞ্চুরি। যার জন্য সচিন লেখেন, অসাধারণ ইনিংস খেলল বিরাট কোহলি। বিরাট, গ্রিন, শুভমন নিজস্ব ধারায় সেঞ্চুরি করেছে। সঙ্গে মুম্বই প্লে-অফে জায়গা করে নিতে পেরেছে বলেও খুশি প্রকাশ করলেন সচিন তেন্ডুলকর।

শুভমন, বিরাট ও ক্যামেরন গ্রিনের প্রশংসা করে টুইট সচিন তেন্ডুলকরের
শুভমন, বিরাট ও ক্যামেরন গ্রিনের প্রশংসা করে টুইট সচিন তেন্ডুলকরের

উল্লেখ্য, সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে ক্যামেরন গ্রিন সেঞ্চুরি না করলে ম্যাচটা জিততে পারত না মুম্বই। কিন্তু তারপরেই দলের চিন্তা ছিল, আরসিবিকে (RCB) গুজরাট হারাতে পারবে কিনা। কারণ আরসিবি হারলেই প্লে-অফে যেতে পারবে রোহিত শর্মার (Rohit Sharma) টিম। রবিবার দলের সেই চিন্তায় দূর করলেন শুভমন।

আরসিবিকে পরাজিত করে প্লে অফে মুম্বইয়ের স্থান করে দিল শুভমন গিল
আরসিবিকে পরাজিত করে প্লে অফে মুম্বইয়ের স্থান করে দিল শুভমন গিল

তবে সেঞ্চুরির সঙ্গে দুর্দান্ত পারফর্ম করেও তীব্র কটাক্ষের শিকার হতে হয় শুভমন গিলকে। কটাক্ষের হাত থেকে রক্ষা পেলেন না তাঁর বোন শানীলও (Shanil)। কোহলির দলের হারের পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) শুভমনকে নিয়ে শুরু হয় আরসিবি ভক্তদের কটাক্ষ, নিন্দা। এমনকি শুভমনের বোনকে নিয়েও তীব্র আপত্তিকর মন্তব্য করেন আরসিবি ভক্তরা, যা রীতিমতো ছড়িয়ে পরে নেট দুনিয়ায়।

তীব্র কটাক্ষের শিকার  শুভমন গিল
তীব্র কটাক্ষের শিকার  শুভমন গিল

আসলে কয়েক সপ্তাহ আগে লখনউয়ে ম্যাচ দেখতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেন শুভমনের বোন শানীল। সেই পোস্টটির কমেন্ট বক্সে গিয়েই নিন্দনীয় মন্তব্য করে আক্রমণ করা হয় শানীলকে। তবে এই ঘটনার পর নেটিজেনদের একাংশ শুভমান ও শানীলের পাশে দাঁড়িয়ে সুর চড়ান। তাদের বক্তব্য, নিজের দলের জন্য ভাল পারফর্ম করাটা তো আর অপরাধ নয়, আর এক্ষেত্রে শুভমানের বোনকে টেনে আনার কোনও যুক্তিই হয় না।

শুভমনের বোনকে নিয়েও তীব্র আপত্তিকর মন্তব্য
শুভমনের বোনকে নিয়েও তীব্র আপত্তিকর মন্তব্য

প্রসঙ্গত, আগামী বুধবার অর্থাৎ ২৪সে মে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে (Chidambaram Stadium, Chennai) এবারের আইপিএল প্লে-অফের এলিমিনেটর (IPL Eliminator) ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন রোহিত শর্মা-সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)।

২৪সে মে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে আইপিএল প্লে-অফের এলিমিনেটর ম্যাচ
২৪সে মে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে আইপিএল প্লে-অফের এলিমিনেটর ম্যাচ

মুম্বই-লখনউ-এর মধ্যে এবারের আইপিএলের এলিমিনটেরের বিজয়ীরা আগামী শুক্রবার খেলতে নামবে প্লে-অফের কোয়ালিফায়ার দুইয়ে (Qualifier 2)। যে ম্যাচে এলিমিনেটরের জয়ী দলকে খেলতে হবে কোয়ালিফায়ার একে (Qualifier 1) হেরে যাওয়া দলের বিরুদ্ধে। যে ম্যাচে মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আর এই ম্যাচ হতে চলেছে ২৩সে মে অর্থাৎ আগামীকাল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File