বিসিসিআই থেকে কি আইসিসিতে যুক্ত হতে চলেছেন সৌরভ গাঙ্গুলী? চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মুম্বইয়ের মহাবৈঠকে

আগামীকাল ক্রিকেট প্রশাসক হিসেবে ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টের নির্দেশের পর সৌরভ ২০২৫ অবধি থাকতে পারবেন বোর্ড সভাপতি পদে।
এবারের বোর্ড নির্বাচনে সৌরভ গাঙ্গুলী আর লড়বেন না বলে জানা গেলেও জোর জল্পনা রয়েছে যে, বিসিসিআই তার নামই ঘোষণা করবেন আইসিসির পরবর্তী চেয়ারম্যান হিসাবে।
বোর্ড সভাপতির দৌড়ে এগিয়ে রয়েছে কে? বর্তমানে কে বসতে চলেছে সভাপতি পদে তা জেনে নেওয়া যাক
বিসিসিআইয়ে সূত্রে জানা গিয়েছে, দুই টার্ম বিসিসিআই সভাপতি পদে এখনও অবধি কেউ কাটাননি। শশাঙ্ক মনোহর দ্বিতীয়বারের জন্য বোর্ড সভাপতি নির্বাচিত হলেও পুরো মেয়াদ কাটাতে পারেনি। তার আগেই তিনি আইসিসির শীর্ষপদে আসীন হন। এই পরিস্থিতিতে সৌরভেরও দুটি টার্ম বোর্ডের শীর্ষপদে কাটানোর সম্ভাবনা কার্যত নেই। বিতর্কিত নন, এমন কাউকেই সৌরভের স্থলাভিষিক্ত করতে চাইছেন বোর্ডকর্তারা। সেই নিরিখেই এগিয়ে রয়েছেন রজার বিনি। যদিও আগেভাগে কিছু বলাই যায় না। যেমন শেষ মুহূর্তে ফেভারিট ব্রিজেশ প্যাটেলকে টেক্কা দিয়ে বোর্ডের মসনদে বসে পড়েছিলেন মহারাজ।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ছয় বছর বোর্ডের পদে কাটালে তারপর তিন বছরের জন্য বাধ্যতামূলক কুলিং অফে যেতে হবে। ফলে মনে করা হচ্ছে, জয় শাহ বোর্ড সচিব হিসেবেই মেয়াদ শেষ করবেন আরও একটি টার্ম এই পদে থেকে। বোর্ডের প্রশাসনে কিছু নতুন মুখ আসতে পারে। এই বিষয়গুলিই চূড়ান্ত হবে কালকের বৈঠকে। এমনিতে বিসিসিআই সৌরভকেই আইসিসিতে পাঠাতে চাইছে বলে খবর। চেয়ারম্যান পদের জন্য নির্বাচন হলে সৌরভই এগিয়ে থাকবেন। আইসিসিতে যাওয়ার ক্ষেত্রে সৌরভের পথ নিষ্কন্টক।
- Related topics -
- খেলাধুলা
- বিসিসিআই
- বিসিসিআই প্রেসিডেন্ট
- সৌরভ গাঙ্গুলি
- আইসিসি
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।