Sonakshi Sinha Marriage | গতানুগতিক নিয়ম ভেঙে সইসাবুদ করে বিয়ে সারলেন 'শ্বেত শুভ্র' সোনাক্ষী-জাহির! দেখুন ছবি-ভিডিও!

Monday, June 24 2024, 7:16 am
highlightKey Highlights

সাদা পোশাকেই হয় সোনাক্ষী সিনহার বিয়ে (Sonakshi Sinha Marriage)। সোনাক্ষি ও সোনাক্ষী সিনহার স্বামী (Sonakshi Sinha Husband) জাহির ইকবাল দুজনেই পড়েছিলেন সাদা পোশাক। বিয়ের পোশাকের জন্য সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) বেছে নিয়েছিলেন মায়ের ভিনটেজ শাড়ি। তবে নবধূর হাতের নকশাই যেন সবচেয়ে বেশি সকলের নজর কেড়েছিল। আসলে নিজের বিয়ের সাজে বরাবরই ঐতিহ্য মানতে চেয়েছিলেন সোনাক্ষী। তাই মেহেন্দি নয়, সাবেক রীতি মেনে হাতে আলতা পরেন তিনি।


বেশিরভাগ বলি তারকাদের থেকে ভিন্নভাবে বিয়ে সারলেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। পরিকল্পনামাফিক সাদা পোশাকে বাড়িতেই পরিবার ও ঘনিষ্ঠদের নিয়ে সইসাবুদ করে বিয়ে সারলেন সোনাক্ষী-জ়াহির। প্রথমে একোবারেই সাদামাটাভাবে রেজিস্ট্রি সারলেও তারপর বেশ জাঁকজমক করে রিসেপশন পার্টি দেন নবদম্পতি। রিসেপশনে একেবারে সাবেক সাজে ধরা দেন শত্রুঘ্ন কন্যা।

সাদা পোশাকেই হয় সোনাক্ষী সিনহার বিয়ে (Sonakshi Sinha Marriage)। সোনাক্ষি ও সোনাক্ষী সিনহার স্বামী (Sonakshi Sinha Husband) জাহির ইকবাল দুজনেই পড়েছিলেন সাদা পোশাক।  বিয়ের পোশাকের জন্য সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) বেছে নিয়েছিলেন মায়ের ভিনটেজ শাড়ি। তবে নবধূর হাতের নকশাই যেন সবচেয়ে বেশি সকলের নজর কেড়েছিল। আসলে নিজের বিয়ের সাজে বরাবরই ঐতিহ্য মানতে চেয়েছিলেন সোনাক্ষী। তাই মেহেন্দি নয়, সাবেক রীতি মেনে হাতে আলতা পরেন তিনি। রিসেপশন লুকে যা স্পষ্ট ধরা পড়েছে। রিসেপশনে লাল শাড়িতে সেজেছিলেন অভিনেত্রী। তাঁর সিঁথিতে ছিল চওড়া সিঁদুর, টান টান করে বাঁধা খোঁপা, কপালে টিপ, মানানসই জুয়েলারি। সোনাক্ষী সিনহার স্বামী (Sonakshi Sinha Husband) জাহির ইকবালের পরনে ছিল সাদা শেরওয়ানি স্যুট।

উল্লেখ্য,  সাত বছর আগে এই দিনেই আলাপ হয়েছিল যুগলের। সব প্রতিবন্ধকতা পেরিয়ে এই বিশেষ দিনেই বৈবাহিক জীবন শুরু করলেন সোনাক্ষী ও জাহির। তবে সপ্তাহখানেক ধরেই জল্পনা সোনাক্ষী সিন্‌হা ও জ়াহির ইকবালের বিয়ে নিয়ে। তবে শুক্রবার থেকে চিত্রটা পরিষ্কার হয়ে যায়। মেহেন্দির অনুষ্ঠান থেকে শনিবার অভিনেত্রীর বাড়িতে পুজোপাঠ এরপর রবিবার সকালেই আইনি ভাবে বিয়ে সারেন জ়াহির-সোনাক্ষী। এরপর রাত ৮টা থেকে শুরু হয় সোনাক্ষী-জ়াহিরের রিসেপশনের অনুষ্ঠান। নিমন্ত্রিত অতিথিদের জন্যও রাখা হয়েছিল বিশেষ ‘ড্রেস কোড’। বিয়ের নিমন্ত্রণপত্রেই উল্লেখ করা হয়েছে, অতিথিরা যেন লাল রং ছেড়ে অন্য কোনও রঙের পোশাক পরেন। শিল্পা শেট্টির বিলাসবহুল হোটেল বাস্তিয়ানে আয়োজিত ছিল সোনাক্ষী-দাহিরের গ্র্যান্ড রিসেপশন। বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনদের সঙ্গে খোশমেজাজে ধরা দেন নবদম্পতি।

প্রসঙ্গত,  দাবাং, হলিডে, ‘লুটেরা’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই দোবারা’, ‘বুলেট রাজা’, ‘আর রাজকুমার’, ‘অ্যাকশন জ্যাকসন’, ‘তেভর’, ‘আকিরা’, ‘ফোর্স ২’, ‘নূর’, ‘ইত্তেফাক’, ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’, ‘হ্যাপি ফির ভাগ যায়েগি’, ‘কলঙ্ক’, ‘খান্দানি শাফাখানা’, ‘লাল কাপ্তান’ এবং ‘দাবাং ৩ ছবিতে দেখা গিয়েছে সোনাক্ষীকে। সম্প্রতি হীরামান্ডি ওয়েব সিরিজেও বেশ নজর কাড়েন নায়িকা। অভিনেতা সলমন খানের সূত্র ধরে আলাপ হয়েছিল সোনাক্ষী আর জাহিরের। এরপর দুজনে ডবল এক্সেল ছবিতে অভিনয়ও করেন। সামাজিক মাধ্যমে জুটিতে ফোটো দিতেন তাঁরা প্রায়ই। তবে প্রকাশ্যে একে-অপরকে নিয়ে মন্তব্য করা থেকে বিরতই থাকতেন। জাহিরের পরিবার মুম্বইয়ের বিখ্যাত হিরে ব্যবসায়ী। অভিনয়ে আসার আগে বাবার সঙ্গে ব্যবসা দেখভাল করতেন সোনাক্ষীর বর। এরপর অবশেষে নানান জল্পনা মিটিয়ে ৭ বছর প্রেম পূর্ণতা পেল। স্বাভাবিকভাবেই সোনাক্ষী সিনহার বিয়ে (Sonakshi Sinha Marriage)  ছবি ও ভিডিও দেখে বেশ উচ্ছাসিত নেটপাড়া।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File