Republic Day 2025 Constitution Facts । পৃথিবীর সবথেকে বড়ো হাতে লেখা সংবিধান কোন দেশের ? কতদিন লেগেছিল লিখতে?
পৃথিবীর সবথেকে বড় হাতে লিখিত সংবিধান হলো ভারতীয় সংবিধান। ৭৮,০০০ শব্দ সম্বলিত এই সংবিধান নাম তুলেছে গিনেস বুকে! সংবিধান তৈরিতে সময় লেগেছিল ২ বছর, ১১ মাস, ১৮ দিন! সংবিধান কার্যকর হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। ভারতীয় সংবিধানে ৬টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। এগুলি হচ্ছে: সাম্যের অধিকার,স্বাধীনতার অধিকার, শিক্ষার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাংবিধানিক প্রতিকারের অধিকার। জন্মসূত্রে যে কোন ভারতীয় নাগরিক এই ছয়টি অধিকার পায়।
আজ ভারতের প্রজাতন্ত্র দিবস। ১৯৫০ সালে এই দিনেই ভারতীয় সংবিধান কার্যকর হয়। তবে এর পেছনে ছিল প্রায় আড়াই বছরের শ্রম এবং অধ্যবসায়। চলুন, সংবিধানের নেপথ্যের কুশীলবদের সম্পর্কে কিছু অজানা তথ্য জানি।
১) ভারতীয় সংবিধান সম্পূর্ণ হাতে লেখা সংবিধান। সংবিধান প্রণয়নকারী ৪২ জন সদস্য এটি নিজের হাতে লিখেছিলেন।
২) ভারতের সংবিধান বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান। এই সংবিধানে মোট ৭৮,০০০ শব্দ রয়েছে! এটি ৪৫টি অংশ, ২২৯ ধারা, এবং ১২৪০ টিরও বেশি উপধারা নিয়ে গঠিত।
৩) সংবিধানটি প্রথমে লেখা হয়েছিল ইংরেজিতে। পরে তা হিন্দি ভাষায় অনূদিত হয়।
৪) ভারতের কোন জাতীয় ভাষা নেই। ভারতের সরকারি ভাষা হল হিন্দি এবং ইংরেজি, এগুলি সরকারি কর্মক্ষেত্রে ব্যবহৃত হয়। প্রত্যেকটি রাজ্যের স্থানীয় ভাষা আলাদা হওয়ার কারণে ভারতীয় সংবিধানে মোট 22টি ভাষাকে সংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। সাংবিধানিক ভাষাগুলির মধ্যে বাংলা, তামিল, তেলেগু, গুজরাটি, মারাঠি, উর্দু, পাঞ্জাবি এবং অন্যান্য অনেক ভাষা রয়েছে। ভারত সরকার তামিল, সংস্কৃত, তেলেগু, কন্নড়, মালায়লাম, ওড়িয়া এই ছয়টি ভাষাকে শাস্ত্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে।
৫) ভারতের সংবিধান তৈরিতে সময় লেগেছিল ২ বছর, ১১ মাস, ১৮ দিন! সংবিধান প্রণয়নের কাজ শুরু হয়েছিল ১৯৪৬ সালে। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর এটি অনুমোদিত হয়, তবে কার্যকর হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি।
৬) ভারতের সংবিধান আসলে অনেকগুলো দেশের সংবিধানের সমন্বয়ে তৈরি। বিশ্বের বিভিন্ন দেশ যেমন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা ইত্যাদি দেশের সংবিধান থেকে আইন কানুন ধার নিয়ে তৈরি হয়েছে এই সংবিধান । এই কারণে ভারতের সংবিধানকে "বিশ্বের শ্রেষ্ঠ সংবিধান" বলা হয়।
৭) সংবিধান রচনার জন্য যে কমিটি গঠিত হয়েছিল তার সভাপতি ছিলেন ভারতের দলিত নেতা 'ডঃ বি আর আম্বেদকর।' তাকে সংবিধানের জনক এবং সংবিধানের পিতা বলা হয়। তার তত্ত্বাবধানেই সংবিধান কমিটির সদস্যরা ভারতীয় সংবিধান রচনা করেন। তিনি সংবিধানের বিভিন্ন অংশের বাস্তবায়ন নিয়ে গভীরভাবে কাজ করেছিলেন।
৮) ভারতীয় সংবিধানে ৬টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। এগুলি হচ্ছে: সাম্যের অধিকার,স্বাধীনতার অধিকার, শিক্ষার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাংবিধানিক প্রতিকারের অধিকার। জন্মসূত্রে যে কোন ভারতীয় নাগরিক এই ছয়টি অধিকার পায়।
ভারত গণপ্রজাতন্ত্রী, ধর্মনিরপেক্ষ দেশ। বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির মানুষ এদেশে বসবাস করে। ফলে কোন একটি বিশেষ জাতি গোষ্ঠীকে প্রাধান্য দিয়ে ভারতীয় সংবিধান তৈরি করা সম্ভব ছিল না। এইজন্যে সংবিধানের রূপকারেরা বহুদিন ধরে যত্নসহকারে নানা দেশের সংবিধান থেকে বিভিন্ন আইন কানুন, রীতিনীতি ইত্যাদি সম্পর্কে তথ্য জোগাড় করে এই সংবিধান রচনা করেন। ভারতীয় সংবিধান পৃথিবীর সবথেকে সহনশীল সংবিধান। সংবিধানে সব ধর্মের, সব জাতির প্রজাদের স্বার্থরক্ষার বিষয় যথাযথভাবে খেয়াল রাখা হয়েছে। পৃথিবীর বৃহত্তম হাতে লেখা সংবিধান হিসেবে ভারতীয় সংবিধান নাম তুলেছে গিনেস বুকেও!
- Related topics -
- দেশ
- সংবিধান
- ভারতীয়
- ভারতীয় পার্লামেন্ট
- প্রজাতন্ত্র দিবস
- ভারত