সিকিম

Sikkim | সেপ্টেম্বরেই ছাঙ্গুতে তুষারপাত! পুজোর সময় ভারী দুর্যোগের আশঙ্কা সিকিমে, ভ্রমণে না যাওয়ার পরামর্শ IMDর

Sikkim | সেপ্টেম্বরেই ছাঙ্গুতে তুষারপাত! পুজোর সময় ভারী দুর্যোগের আশঙ্কা সিকিমে, ভ্রমণে না যাওয়ার পরামর্শ IMDর
Key Highlights

আবহাওয়াবিদদের সতর্কতা! সিকিমে ভারী বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস, পর্যটকদের ভ্রমণে না যাওয়ার পরামর্শ।

দুর্গাপুজোর আগেই তুষারপাত সিকিমে। উত্তর সিকিমের ছাঙ্গুতে তুষারপাত হয়েছে। তবে এই মুহূর্তে উত্তর সিকিম পর্যটকদের জন্য বন্ধ থাকায় স্থানীয় মানুষজন ছাড়া এই তুষারপাত কেউ উপভোগ করতে পারেননি। এদিকে সিকিম জুড়ে লাল সতর্কতা জারি করল IMD। এমনকী পর্যটকদের সিকিমে বেড়াতে না যাওয়ার পরামর্শ আবহাওয়াবিদদের। পুজোর সময় নর্থ সিকিম বরফে ঢাকা পড়লেও, দুর্যোগের আশঙ্কায় পর্যটকদের ভ্রমণে না যাওয়ার পরামর্শ IMDর। জারি করা সতর্কতা অনুযায়ী, পাহাড়ি এলাকাগুলিতে রাস্তার পরিস্থিতি উদ্বেগজনক। সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে সিকিমের বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও।