‘হম, রহে ইয়া না রহে কাল..’ সুরের জগতে ফের নক্ষত্রপতন, সাক্ষী থাকলো মহানগরী কলকাতা

Wednesday, June 1 2022, 11:28 am
highlightKey Highlights

মঙ্গলবার রাতে সঙ্গীতশিল্পী কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ পরলোক গমন করেন। তাঁর এই আকস্মিক প্রয়ানে শোকস্তব্ধ দেশ। গ্যান স্যালুটে জানান হল শেষ শ্রদ্ধা।


গ্যান স্যালুটে শেষ শ্রদ্ধা জানান হল প্রয়াত শিল্পী কেকে -কে। রবীন্দ্রসদনে রয়েছেন মুখ্যমন্ত্রী সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী ও বিশিষ্ট জনেরা। শেষ শ্রদ্ধাজ্ঞাপনের পর প্রয়াত শিল্পী কেকে-র মরদেহ নিয়ে যাওয়া হবে বিমানবন্দরে।  

মুম্বইয়ের ভারাসোভা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে সঙ্গীতশিল্পী কে কে-র

রবীন্দ্রসদনে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী ও বিশিষ্ট জনেরা গ্যান স্যালুটের মাধ্যমে প্রয়াত শিল্পী কেকে-কে শেষ শ্রদ্ধা জানান। শেষ শ্রদ্ধাজ্ঞাপনের পর প্রয়াত শিল্পীর মরদেহ নিয়ে যাওয়া হবে বিমানবন্দরে। প্রয়াত শিল্পীর জনপ্রিয় গান 'পল'-র আবহেই তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করা হল রবীন্দ্র সদনে। শেষ শ্রদ্ধাজ্ঞাপনের পর শিল্পীর মরদেহ নিয়ে যাওয়া হবে বিমানবন্দরে।

 রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করা হল
 রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করা হল

অন্যদিকে সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যুতে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনও কারণে শিল্পীর মৃত্যু হয়েছে, সেই তদন্ত করছে পুলিশ। বুধবার গ্র্যান্ড হোটেলে থেকে নমুনা সংগ্রহ করল ফরেনসিক দল 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File