সিদ্ধার্থ–কিয়ারা বিবাহ নিয়ে জল্পনা তুঙ্গে, চণ্ডীগড়ে এই জুটি খোঁজ করছেন এক বিলাসবহুল রিসর্টের
Key Highlightsবলিউডের এই মুহূর্তে সবচেয়ে হট কাপল কিয়ারা আদবানী ও সিদ্ধার্থ মালহোত্রা। এই বছরই কী বাজবে তাদের বিয়ের সানাই?
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের পথ অনুসরণ করছেন সিদ্ধার্থ-কিয়ারা। খুব শীঘ্রই কিয়ারা-সিদ্ধার্থ বিয়ের পিঁড়িতে যে বসছেন এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে কবে ও কোথায় সে নিয়ে এখনও কিছুই জানা যায়নি। তবে বিশেষ সূত্রের পাওয়া একটি খবর সিড-কিয়ারা ভক্তদের একটু উচ্ছসিত করবে।
সিদ্ধার্থ মালহোত্রার ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে শেরশাহ জুটি একমাস ধরে বিয়ের জায়গার সন্ধান করছেন
সম্প্রতি জানা গিয়েছে যে, চণ্ডীগড়ের দ্য ওবেরয় সুখবিলাস স্পা অ্যান্ড রিসর্টস-এ বুকিংয়ের খোঁজখবর করেছেন সিড-কিয়ারা। যেখানে বিয়ে করেছিলেন অন্যতম বলিউড দম্পতি রাজকুমার রাও এবং পত্রলেখা। সূত্রের খবর এও যে তাঁরা প্রথমে গোয়াতে বিয়ে করবেন বলে ভেবেছিলেন কিন্তু সিদ্ধার্থের পাঞ্জাবী পরিবারের আভিজাত্যের কথা ভেবে গোয়াতে বিয়ের পরিকল্পনা বাতিল করেন এই জুটি।
সরাসরি সম্পর্ক নিয়ে মুখ না খুললেও কফি উইথ করণ-এ এসে কিয়ারা আদবানী ও সিদ্ধার্থ মালহোত্রা কেজোর ট্রিকি প্রশ্নের মুখে পড়ে নিজেদের সম্পর্ক স্বীকার না করে পারেন না। এরপর থেকেই তাঁদের কবে বিয়ে হবে এই নিয়ে জল্পনা তুঙ্গে। প্রসঙ্গত, শেরশাহ সিনেমার পর থেকেই এই জুটির প্রেম গাঢ় হয়। সব জায়গাতেই দু'জনকে ঘোরাফেরা করতে দেখা গেলেও নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তাঁরা। তবে এই সম্পর্ক যে বিয়ে পর্যন্ত গড়িয়েছে তা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। 'বিগ বস ১৬'-এও সলমন খান বিয়ে উপলক্ষে সিদ্ধার্থকে সরাসরি শুভেচ্ছাবার্তা জানালেন। এর পর আর সন্দেহের অবকাশ থাকতে পারে না। যদিও নিজেরা আনুষ্ঠানিক ভাবে এখনও কিছুই জানাননি তারকা যুগল।
- Related topics -
- সেলিব্রিটি
- বলিউড
- সিদ্ধার্থ মালহোত্রা
- কিয়ারা আডবাণী
- বিবাহ








