Mohammedan SC | বিনিয়োগ বন্ধ করলো শ্রাচী স্পোর্টস! বেতন সমস্যার পর নতুন করে বিপাকে মহামেডান
Tuesday, January 21 2025, 10:41 am
Key Highlights
মহামেডানে বেতন সমস্যার মধ্যে এবার দলের অন্যতম স্পনসর শ্রাচী স্পোর্টস জানিয়ে দিয়েছে তারা আপাতত বন্ধ রাখছে বিনিয়োগ!
বিপাকে সাদা কালো ব্রিগেড। মহামেডানে বেতন সমস্যার মধ্যে এবার দলের অন্যতম স্পনসর শ্রাচী স্পোর্টস জানিয়ে দিয়েছে তারা আপাতত বন্ধ রাখছে বিনিয়োগ! তারা এখন ক্লাব ও আসল বিনিয়োগকারী বাঙ্কার হিলের ক্রসফায়ারের মধ্যে পড়ে গিয়েছে। চুক্তি অনুযায়ী, শ্রাচী স্পোর্টসের যত টাকা বিনিয়োগ করার কথা ছিল, তার ৫০ শতাংশেরও বেশি টাকা ক্লাবকে দিয়েছে তারা। কিন্তু ক্লাব ও বাঙ্কার হিলের মধ্যে আইনি জটিলতার জন্য তাদের সমস্যায় পড়তে হয়েছে। এছাড়াও মহামেডান শ্রাচীকে ক্লাবের শেয়ার দেওয়ার কথা বললেও কোনও শেয়ার দেয়নি।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- মহামেডান
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য