প্রথম দিনে ‘বেলাশুরু’র বাণিজ্য ৮০ শতাংশ! ‘রাজা-রানি’ প্রয়াত দুই কিংবদন্তি সৌমিত্র-স্বাতীলেখাই

Saturday, May 21 2022, 11:17 am
highlightKey Highlights

প্রথম দিনেই বাজিমাত, বক্স অফিসে শোরগোল ফেলে দিল নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত ‘বেলাশুরু’। এই ছবিতে শেষবারের মতো সৌমিত্র-স্বাতীলেখা জুটিকে দেখে আপ্লুত দর্শকরা।


নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আড়াই বছরের অপেক্ষা অবশেষে সার্থক হলো। 'বেলাশেষে'র সাত বছর পরে প্রয়াত দুই কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়-স্বাতীলেখা সেনগুপ্ত আবারও দেখিয়ে দিলেন, তাঁরাই বক্স অফিসের আসল ‘রাজা-রানি’।

সৌমিত্র-স্বাতীলেখাকে শেষ বারের মতো পর্দায় একসঙ্গে দেখতে ছুটে এসেছেন দর্শক, কী প্রতিক্রিয়া ছবির পরিচালকদের? 

গত শুক্রবার ছিল পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। আর এই দিনই মুক্তি পায় বহু প্রতীক্ষিত ছবি 'বেলাশুরু'। ছবি মুক্তির পর পরিচালক জানান দর্শকদের থেকে এমন ফেরত-উপহার পেয়ে তিনি তৃপ্ত। এছাড়াও আগামী ২২শে মে প্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তের জন্মদিন। সেই বিশেষ দিনের আগাম উপহার দর্শকদের পৌঁছে দিয়েও খুশি তিনি। এছাড়াও তিনি জানান, ‘‘সৌমিত্র চট্টোপাধ্যায় যে এখনও বাঙালির আবেগ, তা আবারও প্রমাণিত। সশরীরে উপস্থিত না থেকেও সৌমিত্র জেঠু স্বাতীদিকে নিয়ে পর্দায় ফের জাদু ছড়িয়ে দিলেন। ওঁদের কুর্ণিশ।’’

ছবি-মুক্তির দিনে বিজলি প্রেক্ষাগৃহে উপস্থিত ছিল ছবির সমস্ত তারকারা। অভিনেতা ঋতুপর্ণা সেনগুপ্ত-সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য-খরাজ মুখোপাধ্যায়, ইন্দ্রাণী দত্ত-শঙ্কর চক্রবর্তী, মনামী ঘোষ-অনিন্দ্য চট্টোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্যরাও উপস্থিত ছিলেন সেখানে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File