Shantiniketan Vidyalaya | বিশ্বের প্রথম 'লিভিং ইউনিভার্সিটি'র তকমা পেল বিশ্বভারতী! ইউনেস্কোর হেরিটেজের মর্যাদা পেল শান্তিনিকেতন!

Monday, September 18 2023, 10:25 am
highlightKey Highlights

রবিবার আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোর হেরিটেজের মর্যাদা পেল শান্তিনিকেতন। সোশ্যাল মাধ্যমে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী।


বাংলার মুকুটে নয়া পালক। আগেই ঘোষণা করা হয়েছিল, বাংলার-বাঙালির অন্যতম পছন্দের জায়গা, শান্তিনিকেতন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ (UNESCO World Heritage Site) তকমা পেতে চলেছে। গতকাল অর্থাৎ ১৭ই সেপ্টেম্বর , রবিবার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো সৌদি আরবের রিয়াধে (Riyadh, Saudi Arabia)।

রবিবার সৌদি আরবের রিয়াধে ইউনেস্কো আনুষ্ঠানিকভাবে রবি ঠাকুরের শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়কে (Shantiniketan University) বিশ্বের একমাত্র ‘লিভিং ইউনিভার্সিটি’ (Living University) হিসেবে তকমা দিলো ইউনেস্কো (UNESCO)। শান্তিনিকেতন আশ্রম, পাঠভবন, সঙ্গীতভবন, কলাভবন, রবীন্দ্রভবন তথা উত্তরায়ন প্রাঙ্গণ হেরিটেজের অন্তর্ভুক্ত হয়েছে। বিশ্বভারতী সূত্রে খবর, শান্তিনিকেতনকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত করতে তৎপরতা শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে। এই ক্যাম্পাসের স্থাপত্য ও ঐতিহ্যবাহী ভবনগুলির দেখভাল করে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (Archaeological Survey of India) বা এএসআই (ASI)। এ বিষয়ে তারাই প্রথম কেন্দ্রীয় সরকার এবং ইউনেস্কোকে সুপারিশ করে। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের বাসভবন সহ ঐতিহ্যবাহী একাধিক স্থাপত্য এখনও একই অবস্থায় রয়েছে। এই প্রত্যেক বিষয়ে নজর রেখেই বিষয়টির গুরুত্ব এএসআই কেন্দ্রীয় সরকারকে জানায়। এরপর দেশের সরকার শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত করার জন্য ইউনেস্কোর কাছে আবেদন করে।

Trending Updates

উল্লেখ্য, গত বছর ২৫সে অক্টোবর ইউনেস্কোর তরফ থেকে শান্তিনিকেতন ও শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয় (Shantiniketan University) পরিদর্শন করা হয়। এরপরেই তাঁরা শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণার পক্ষে মত দেন। এই অগ্রগতির কথা ট্যুইট করে আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী জি কিষান রেড্ডি (Tourism Minister G Kishan Reddy)। এবার রবিবারের সেই ঘোষণায় সিলমোহর পড়ল। রবি ঠাকুরের শান্তিনিকেতন ও শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয় (Shantiniketan University)৩ এখন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ এবং বিশ্বের একমাত্র ‘লিভিং ইউনিভার্সিটি’ হিসেবে তকমা পাওয়ার পর উচ্ছাসিত বিশ্বভারতীর ছাত্রছাত্রী, অধ্যাপক সহ বোলপুরের বাসিন্দারা। রবিবার রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  (Prime Minister Narendra Modi) সোশ্যাল মাধ্যমে লেখেন, সমস্ত ভারতীয়র জন্য এ এক গর্বের মুহূর্ত। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (West Bengal Chief Minister Mamata ) এই ঘোষণায় শুভেচ্ছা জানান।

শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরও পড়ুন : বাংলার মুকুটে নয়া পালক! ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেল বিশ্বভারতী!

উল্লেখ্য,  ১৯০১ সালে শান্তিনিকেতনে বিদ্যালয় (Shantiniketan) এবং ১৯২১ সালে বিশ্বভারতীর পথ চলা শুরু হয়। পরে ১৯৫১ সালে এই প্রতিষ্ঠান কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পায়। তবে গত কয়েক মাসে এই প্রতিষ্ঠান নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। শান্তিনিকেতন ছাড়াও এর আগে দার্জিলিংয়ের টয়ট্রেন, সুন্দরবন, বিষ্ণুপুর মন্দির ইউনেস্কোর হেরিটেজ তালিকায় স্থান পেয়েছে। ইউনেস্কোর বিশেষ তকমা পেয়েছে বাঙালির, কলকাতার দূর্গা পুজোও। তবে এবার শান্তিনিকেতন ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ায় নতুন করে উচ্ছাস জেগেছে বাংলায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File