বিনোদন

SRK Helps Cancer Patient | ক্যানসার আক্রান্ত ভক্তকে ভিডিও কল বাদশাহর! মাছের ঝোল খাওয়ার আবদারও করেন শাহরুখ!

SRK Helps Cancer Patient | ক্যানসার আক্রান্ত ভক্তকে ভিডিও কল বাদশাহর! মাছের ঝোল খাওয়ার আবদারও করেন শাহরুখ!
Key Highlights

ক্যানসারের লাস্ট স্টেজে আক্রান্ত শিবানী চক্রবর্তী। মৃত্যুর আগে শাহরুখ খানকে দেখার ইচ্ছা তার। ভক্তের খোঁজ নিতে ভিডিও কল করলেন বাদশাহ।

কেবল সিনেমার জগতেই নয়, মানবিকতার দিক থেকেও তিনি যে 'বাদশাহ' আরও একবার প্রমান করলেন শাহরুখ খান (Shah Rukh Khan)।  বিশ্বের তাবড় তাবড় প্রথম শ্রেণীর মানুষদের সঙ্গে ওঠা বসা করলেও, ভক্তদের পাশে দাঁড়াতে এক মুহূর্ত দেরি করেন না কিং খান (King Khan)। মারণরোগ ক্যানসার (Cancer) আক্রান্ত ভক্তের কথা জানতেই মুম্বই থেকে ভিডিয়ো কলে (VideoCall) আধ ঘন্টারও বেশি সময় ধরে কথা বললেন শাহরুখ খান।

৬০ বছর বয়সী কিং খান ভক্ত শিবানী চক্রবর্তী। বর্তমানে লড়াই করছেন ক্যানসারের লাস্ট স্টেজের সঙ্গে। তবুও অসুস্থতা নিয়েই হলে গিয়ে দেখেছেন 'পাঠান' (Paathan)। এমনকি প্রিয় তারকার জন্মদিনে কেক কেটে বাচ্চাদের সঙ্গে উদযাপন শিবানী দেবী। তবে ক্যানসারের লড়াইয়ে কত দিন থাকতে পারবেন জানেন না। কিন্তু মেয়ে জানান, মায়ের মৃত্যুর আগে শেষ ইচ্ছে শাহরুখ খানকে একবার সামনে দেখা।

সম্প্রতি শিবানী দেবীর শাহরুখের প্রতি এই ভালোবাসার কথা ছড়িয়ে পরে গোটা নেট জগতে। সেইভাবেই খবর পৌঁছায় বলিউডের (Bollywood) বাদশাহের কাছেও। এরপরেই ভক্তের আবদার রাখতে উদ্যোগী হন অভিনেতা।

মঙ্গলবার ভিডিও কল করে প্রায় ৪০ মিনিটের জন্য শিবানী দেবীর সঙ্গে কথা বলেন শাহরুখ খান। প্রিয় তারকাকে দেখে চোখের জল আর ধরে রাখতে পারেননি শিবানী দেবী। কেমোথেরাপির (Chemotherapy) যন্ত্রনাকে ভুলে শাহরুখকে দেখার জন্য কতটা ছটফট করতেন মা সেই কথাও জানিয়েছেন তাঁর মেয়ে। কিং খানের সঙ্গে কথা বলে শিবানী দেবী ও তার মেয়ে জানান, ভিডিয়ো কল চলাকালীন দু' এক বার ফোন রাখার কথা বললেও, আর পাঁচজন সাধারণ মানুষের মতোই কথা বলে যান শাহরুখ। এমনকি শিবানী দেবীর হাতে রান্না মাছের ঝোল খাবেন বলেও আবদার করেন বাদশাহ। শিবানী দেবীর মতো বর্ষীয়ান ভক্তের সঙ্গে সময় সুযোগ করে দেখা করবেন সেই প্রতিশ্রুতিও দিয়েছেন শাহরুখ। অন্যদিকে, মেয়ে প্রিয়ার বিয়েতে শাহরুখকে উপস্থিত থাকার জন্য আবদার করেন শিবানী দেবী।

কিং খানের অসংখ্য ফ্যান দের দ্বারা পরিচালিত 'শাহরুখ খান ওয়ারিওর্স ফ্যান ক্লাব', (Shah Rukh Khan Warriors Fan Club) একটি ভেরিফায়েড ট্যুইটার হ্যান্ডল (Verified Twitter Handle) থেকে একটি পোস্ট করে লেখা হয়, শাহরুখ খান তাঁর ফ্যান শিবানী চক্রবর্তীর সঙ্গে ৪০ মিনিটের কথোপকথন করার পাশাপাশি তাঁকে আর্থিকভাবে সাহায্য করবেন বলেও জানান অভিনেতা।

শাহরুখ খান তাঁর ফ্যান শিবানী চক্রবর্তীর সঙ্গে ৪০ মিনিটের কথোপকথন করলেন, তিনি এও বলেন যে তাঁকে আর্থিকভাবে সাহায্য করবেন এবং তাঁর মেয়ের বিয়েতে যোগ দেবেন। তার সঙ্গে দেখা করবেন এবং তাঁর বাড়িতে কলকাতায় মাছ-ভাত খাবেন। নিঃসন্দেহে, সবচেয়ে বড় তবুও সবচেয়ে নম্র তারকা তিনি, ছিলেন, আছেন এবং থাকবেন।

শাহরুখ খান ওয়ারিওর্স ফ্যান ক্লাব

অভিনেতার সঙ্গে ভিডিও কলের ছবি নিমেষের মধ্যে ছড়িয়ে পরে নেট জগতে। শাহরুখ ভক্তদের ছাড়াও আম জনতারও মন ছুঁয়ে গিয়েছে কিং খানের এই মানবিকতা। শিবানী দেবীর মেয়ে প্রিয়া জানান, তার শরীরের ওপর অতিরিক্ত চাপ পড়া ঠিক নয়। তবে স্বপ্নের নায়ক শাহরুখের সঙ্গে কথা বলে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছেন মা শিবানী দেবী। ঘরের মধ্যে হাঁটাহাটিও করছেন বলেও জানান মেয়ে।


Weather Update | আজ থেকেই বাড়বে বৃষ্টিপাত! আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস!
Ahmedabad Plane Crash | আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় যুক্ত হতে চায় রাষ্ট্রসংঘ, প্রস্তাব প্রত্যাখ্যান করলো ভারত!
Kasba Law College | করা হয় ধর্ষণের মুহূর্তের ভিডিও, মারা হয় হকি স্টিক দিয়ে! কসবা গণধর্ষণ-কাণ্ডে নির্যাতিতার ওপর চলে অকথ্য অত্যাচার!
Kasba Law College | কলকাতার ল-কলেজের মধ্যে তরুণীকে গণধর্ষণ! অভিযুক্ত ওই কলেজেরই প্রাক্তনী ও দুই পড়ুয়া!
Vehicles Rule | নভেম্বর থেকে পেট্রোল বা ডিজেল পাবে না প্রায় ২ লক্ষেরও বেশি গাড়ি! কেন এই সিদ্ধান্ত?
Ahmedabad Plane Crash Live Update | ১১ জুলাইয়ের মধ্যে প্রকাশ হবে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন!
Breaking News | দুগ্ধজাত পণ্যে ছাড় দেবে না কেন্দ্র, কৃষিক্ষেত্রে ভারত-মার্কিন বাণিজ্য আলোচনায় অচলাবস্থা!