পরিবহন

হাওড়া শাখায় আগামী ২মাসে বাতিল বহু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, আগামী ১১দিন বন্ধ থাকবে একাধিক ট্রেন

হাওড়া শাখায় আগামী ২মাসে বাতিল বহু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, আগামী ১১দিন বন্ধ থাকবে একাধিক ট্রেন
Key Highlights

লাইনে কাজের জেরে আগামী কয়েকদিন একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। এমনকি কিছু ট্রেন আগামী দু'মাস পর্যন্তও বাতিল থাকতে পারে।

চন্দনপুর, কামারকুণ্ডু ও বারুইপাড়ায় নন-ইন্টারলকিং কাজ চলবে। সেইসঙ্গে চন্দনপুর আপ লুপ লাইন মিলবে না। তাই আগামী কয়েকদিন একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। কয়েকটি ট্রেন তো দু'মাসও বাতিল থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল।

আগামী কয়েক মাস কোন কোন ট্রেন বাতিল থাকছে আসুন তা দেখে নেওয়া যাক

শনিবার, ৩রা ডিসেম্বর থেকে আগামী ১৪ই ডিসেম্বর পর্যন্ত ৩৬৮২৭, ৩৬৮২৯, ৩৬০৮১, ৩৬০৮৩, ৩৬০৮৫, ৩৬০৮৭, ৩৬০১১, এবং ৩৬০৭১ লোকাল ট্রেন বাতিল থাকবে। এছাড়াও ৩রা ডিসেম্বর থেকে আগামী বছরের ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত ৩৬০৩১, ৩৬০৩৩, ৩৬০৩৫ এবং ৩৬০৩৭ লোকাল বাতিল থাকবে। মসাগ্রাম থেকে বাতিল ৩৬০৮২, ৩৬০৮৪, ৩৬০৮৬ এবং ৩৬০৮৮ ট্রেন।

শিয়ালদায় আগামী ৩রা ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বর পর্যন্ত ৩২৪১১ এবং ৩২৪১৩ লোকাল ট্রেন বাতিল থাকবে বলে ঘোষণা করেছে পূর্ব রেল। বর্ধমান থেকে বাতিল ট্রেন ৩ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৩৬৮৪০ এবং ৩৬৮৪৪ লোকাল ট্রেন বাতিল থাকবে।

চন্দনপুর থেকে আগামী ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক ট্রেন বাতিল থাকবে। সেগুলি হল ৩৬০৩২, ৩৬০৩৪, ৩৬০৩৬ এবং ৩৬০৩৮ লোকাল ট্রেন। গুড়াপ থেকে একটি লোকাল ট্রেনই বাতিল থাকবে। ১৪ ডিসেম্বর পর্যন্ত ৩৬০৭২ লোকাল ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল।