করোনা সংক্রমণ আরও ভয়াবহ আকার ধারণ করলো, আমেরিকায় একদিনে প্রায় ১০ লক্ষের বেশি মানুষ আক্রান্ত

Friday, January 7 2022, 5:35 am
highlightKey Highlights

মার্কিন মুলুকে ওমিক্রন সংক্রমণ ক্রমশ বাড়ছে। করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যার দিক দিয়ে নতুন রেকর্ড গড়লো আমেরিকা।


বর্তমানে আমেরিকা জুড়ে যত মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন, তার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের। এই পরিস্থিতিতে ফের কোভিড বিধিনিষেধ নিয়ে পর্যালোচনা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ভয়ঙ্কর আকার ধারণ করেছে সংক্রমণ, আমেরিকায় একদিনে আক্রান্ত প্রায় ১০ লক্ষ

কোভিড ১৯ সংক্রমণের দিক দিয়ে আমেরিকা নয়া রেকর্ড গড়ল। চলতি মরশুমে এই প্রথম আমেরিকায় একদিনে কোভিড আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ পার করলো। এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই নতুন করে চিন্তার ভাঁজ পড়তে শুরু করে গোটা বিশ্বে। গত সোমবার মার্কিন মুলুকে (US) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ লক্ষের বেশি মানুষ। 

Trending Updates
মার্কিন মুলুকে লাফিয়ে বাড়ছে ওমিক্রন সংক্রমণ
মার্কিন মুলুকে লাফিয়ে বাড়ছে ওমিক্রন সংক্রমণ

ভয়াবহ পরিস্থিতির মোকাবিলা করতে ফের বিধিনিষেধ আরোপ করা নিয়ে পর্যালোচনা শুরু করেছে বাইডেন প্রশাসন

করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে ফের আমেরিকার হাসপাতালগুলি আক্রান্তদের ভিড়ে উপচে পড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে কোভিড বিধিনিষেধ নিয়ে আবারও পর্যালোচনা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওমিক্রনের জেরে আমেরিকায় যা হারে সংক্রমণ বাড়ছে, তার জেরে স্কুল, কলেজ সব বন্ধ করে দেওয়া হয়েছে। স্থগিত করা হয়েছে বিমান চলাচলও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File