পুজোয় এত টাকা অনুদান অথচ নেই ডিএ! মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই হাইকোর্টে জোড়া মামলা

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করতেই কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা৷


পুজোর অনুদান নিয়ে এবার দ্বিতীয় জনস্বার্থ মামলা৷ রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই নিয়েই পরপর দুটি জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজেশ ভরদ্বাজের এজলাসে এই মামলা দায়ের হয়েছে। একই বিষয়ে আরও একটি মামলা দায়ের হয় বুধবার৷

জোড়া মামলার জাঁতাকলে কী ফেঁসে গেল সরকার? এমনটাই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল

রাজ্য রাজনীতির ডামাডোল অব্যাহত৷ পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর বাংলার রাজনৈতিক মহলের পরিস্থিতি টালমাটাল৷ তবে রাজনৈতিক পরিস্থিতি যতই খারাপ হোক না কেন,তার প্রভাব যে পুজোয় পড়বে না, তা আরও একবার প্রমাণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, বিধির বেড়াজালও নেই৷ তার সঙ্গে বাড়তি সুখবর ৫০,০০০ নয়, বরং আরও ১০ হাজার বাড়িয়ে ৬০ হাজার টাকা দেওয়া হবে পুজো কমিটিগুলোকে৷ সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্য়োক্তাদের নিয়ে বৈঠকে বসেন মুখ্য়মন্ত্রী। সেখানেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত৷

Trending Updates

গত কয়েক বছর ধরে কলকাতা-সহ জেলার পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দিচ্ছে রাজ্য সরকার। তাই সোমবারের বৈঠকেও সে দিকেই তাকিয়ে ছিল পুজো কমিটিগুলি। এ বারের পুজো একটু আলাদা ছিলই৷ ইউনেস্কো দুর্গাপুজোকে ঐতিহ্যের তালিকায় স্থান দিয়েছে। তবে একেবারে যে ১০ হাজার বেড়ে যাবে এমনটা বোধহয় সবাই ভাবেনি৷




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File