পরিবহন

রেল দুর্ঘটনার জেরে শিয়ালদহে লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হল, ১৮টি ট্রেন বাতিল করা হয়েছে

রেল দুর্ঘটনার জেরে শিয়ালদহে লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হল, ১৮টি ট্রেন বাতিল করা হয়েছে
Key Highlights

দুই ট্রেনের সংঘর্ষের জেরে শিয়ালদহে শাখায় থমকে গিয়েছে বহু ট্রেন। প্রায় এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত দেরিতে চলছে বেশ কয়েকটি রুটের ট্রেন।

শিয়ালদহে রেল দুর্ঘটনার জেরে পরবর্তী সমস্ত লোকাল ট্রেনই নির্দিষ্ট সময়ের অনেক পরে গন্তব্যে পৌঁছচ্ছে। এছাড়াও প্রায় ১৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।  

শিয়ালদহ স্টেশনে কীভাবে ঘটে দুর্ঘটনাটি! ঠিক কী হয়েছিল তা জেনে নেওয়া যাক

বুধবার দুপুর ১২টা নাগাদ একটি খালি রেক শিয়ালদহের ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে কারশেডের দিকে যাচ্ছিল। সেই একই সময় একটি আপ রানাঘাট লোকাল ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছিল। শিয়ালদহ ডিআরএম অফিস পেরিয়ে কিছুটা দূরে গিয়ে ওই খালি রেকটি রানাঘাট লোকালের পাশে ধাক্কা দেয়। 

ভাগ্যক্রমে বিশেষ জোরালো ধাক্কা না লাগার ফলে ট্রেনটিতে তেমন কোনো ক্ষতি হয়নি। এমনকি ট্রেনের মধ্যে থাকা সকল যাত্রীও নিরাপদে রয়েছে। জানা গিয়েছে, কারশেডগামী ট্রেনের চাকা খুলে গিয়েছে। অপরদিকে এই দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে রানাঘাটগামী ট্রেনের কেবিনের দরজা। এই সংঘর্ষের জেরে ক্ষতি হয়েছে রেল লাইনেও। 

প্রাথমিক ভাবে রেলের ধারণা করা হয়েছে, সিগন্যালের গোলমাল থেকেই ঘটে থাকতে পারে এই দুর্ঘটনাটি। এদিকে কোনও এক ট্রেনের চালকও সিগন্যাল দেখতে ভুল করে থাকতে পারেন। তবে তদন্ত সম্পন্ন হলেই এই দুর্ঘটনার আসল কারণ স্পষ্ট জানা যাবে।