SBSTC Bus Strike: অস্থায়ী কর্মীদের দাবি পূরণের আশ্বাস পরিবহণমন্ত্রীর

Monday, September 26 2022, 7:54 am
highlightKey Highlights

মাসে ২৬ দিন কাজ, ছুটি-সহ অন্যান্য একাধিক সুবিধার দাবিতে অবশেষে আশ্বাস দিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী।


SBSTC-এর অস্থায়ী কর্মীদের করা দীর্ঘতর সময় ধরে লাগাতার আন্দোলনের পর অবশেষে তাদের মাসে ২৬ দিন কাজের প্রতিশ্রুতি দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আন্দোলনকারীদের দাবি যথাসাধ্য মেটানোর আশ্বাস দিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী। পাশাপাশি তিনি আন্দোলনকারীদের কাছে আরজি জানিয়েছেন যাতে তারা অবিলম্বে আন্দোলন তুলে নেন। যদিও লিখিত বিবৃতি না পেলে আন্দোলন উঠবে না বলেই জানিয়েছেন আন্দোলনকারীদের একাংশ।

SBSTC Online Reservation
SBSTC Online Reservation

আমি আশ্বাস দিচ্ছি মাসে ২৬ দিন কাজ থাকবে। বাকি যা দাবি রয়েছে, আমার পক্ষে যতটা সম্ভব আমি করব।

Trending Updates

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২০১৩ সাল থেকে যারা বাস চালাচ্ছেন তাঁদের স্থায়ীকরণ, মাসে ২৬ দিন কাজ, ছুটি-সহ অন্যান্য একাধিক সুবিধার দাবিতে হলদিয়া, দিঘা, মেদিনীপুর, সিউড়ি, রামপুরহাট, বর্ধমান, দুর্গাপুর-সহ বিভিন্ন জায়গায় অনির্দিষ্টকালের আন্দোলনে নামেন এসবিএসটিসির অস্থায়ী কর্মীরা। এই ধর্মঘটের জেরে আন্তঃজেলা বাস পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে যায়। পুজোর মুখে প্রবল সমস্যায় পড়তে হয়েছিল রাজ্যবাসীকে। 

এই আন্দোলনের জেরে পুজোর মুখে প্রবল সমস্যায় পড়তে হয় আমজনতাকে। এই পরিস্থিতিতে সোমবার সংবাদমাধ্যমের মাধ্যমে আন্দোলনকারীদের দাবি পূরণের আশ্বাস দিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এদিকে মন্ত্রীর আশ্বাসের পর আন্দোলনকারীদের একাংশ জানিয়েছে তাঁরা পরিষেবা চালু করবেন। আবার অনেকে জানিয়েছেন, মন্ত্রীর বিবৃতি লিখিতভাবে হাতে পাওয়ার পরই তারা ভেবে সিদ্ধান্ত নেবেন। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সোমবারই ফের বাস রাস্তায় স্বাভাবিক ভাবে চলাচল করবে। ফলত, আশা করা যাচ্ছে, নিত্য যাত্রীদের ভোগান্তির হাত থেকে রক্ষা পাবে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File