টলিউডে রাজত্ব চালিয়ে এবার হিন্দি ওয়েব সিরিজে পাড়ি রাজের, প্রথম কাজে নায়িকা হিসাবে থাকছে সাই পল্লবী

Thursday, July 21 2022, 11:55 am
highlightKey Highlights

টলিউডের গণ্ডি পেরিয়ে এবার বলিউডে পা রাখতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী। এই সিরিজের মুখ্য চরিত্রে দেখা যাবে জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে।


টালিউডের গণ্ডি পেরিয়ে এবার বলিউডে পা রাখতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী। তার বলিউড অভিযান নিয়ে বেশ কয়েকদিন ধরেই তোলপাড় টলিপাড়া। নানা ধরনের খবর রটছে। তবে এবার প্রকাশ্যে এল আসল খবর। 

সত্যিই কী পরিচালক রাজ চক্রবর্তী বলিউডের মাধ্যমে আনছে তার নতুন কাজ? 

খুব শিগগিরই বলিউডে অভিষেক ঘটতে চলেছে পরিচালক রাজ চক্রবর্তীর। কয়েকদিন ধরেই টলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছিল। এমনকি জানা যাচ্ছিল, রাজের প্রথম হিন্দি ছবিতে নায়িকা হিসাবে নাকি হিন্দি ছবিতে ডেবিউ করবেন তাঁর স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।

Trending Updates

তবে সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, সিনেমা নয়, একটি হিন্দি ওয়েব সিরিজের হাত ধরেই বলিউডে পরিচালক হিসেবে পথচলা শুরু হবে রাজের। সেই ওয়েব সিরিজের নায়িকা যদিও শুভশ্রী নন। রাজের ওয়েব সিরিজে নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণী তারকা সাই পল্লবীকে। ওয়েব সিরিজটি মুক্তি পাবে ডিজনি হটস্টারে। ছবির কাজ অনেকদূর এগিয়েছে। আগামী বছরের শুরুতেই সিরিজের শুটিং শুরু করবেন পরিচালক রাজ চক্রবর্তী। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File