ইউক্রনে বিশাল হামলা চালালো রুশ সেনা, হামলার জেরে মৃত ১১জন শিশু সহ মোট ২৪জন

Sunday, October 2 2022, 9:29 am
highlightKey Highlights

এখনও পর্যন্ত ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলছে। একে অপরের দিকে প্রতিনিয়তই হামলার তীর নিক্ষেপ করছে। যারফলে প্রান হারাচ্ছে বহু সাধারণ মানুষ।


ইউক্রেন রাশিয়া যুদ্ধে একের পর এক বলি হচ্ছে সাধারণ মানুষ। ইউক্রেন-রাশিয়া একে অপরের দিকে অভিযোগ করেছে।  সৈন্যের বিরুদ্ধে অভিযোগ করেছে। তাদের অভিযোগ যে রুশ সৈন্যের হামলায় মারা গিয়েছে ২৪ জন সাধারণ ইউক্রেনীয়। ঘটনায় মৃতদের মধ্যে রয়েছে শিশুরাও। জানা গিয়েছে ইউক্রেনের কুপিআন্সক নামে একটি শহর আছে যা রুশ সেনা নতুন করে দখল করেছে। সেখানেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

কীভাবে চালানো হয়েছে এই হামলা? জেনে নেওয়া যাক বিস্তারিত

ইউক্রেনের এক সেনা জানিয়েছে কীভাবে চালানো হয়েছিল ওই হামলা। নাগাতাড়ে একটি গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসতে থাকে বুলেট।কুপিয়ান্সকের কাছে অবস্থিত কুরিলিভকা শহরের বহু মানুষের উপর খুব কাছ থেকেই গুলি  চালানো হয়। এই অঞ্চলেই চলে হামলা। খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবোভ নিজেই জানিয়েছেন যে এই হামলার জেরে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। তিনি জানিয়েছেন এই ঘটনায় যারা মারা গিয়েছেন তাদের মধ্যে গর্ভবতী মহিলা থেকে শুরু করে ১৩ জন শিশুও ছিল। 

Trending Updates

ইউক্রেনের সরকারি সূত্রে জানা গিয়েছে, দুটো গাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় হামলায়। ওতেই বহু শিশু ও মহিলা ছিল। তাঁরা জীবন্ত অবস্থায় পুড়ে গিয়ে মারা যায়। কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে এর পিছনে স্পষ্টভাবে হাত রয়েছে রুশ সেনার। তারাই এই ঘটনা ঘটিয়েছে। অনেককে ওই মৃত্যুপুরি থেকে বের করে আনা হয়েছে। আরও বহু মানুষকে উদ্ধার করার চেষ্টা চলছে।

জানা গিয়েছে খুব খারাপ ভাবে দগ্ধ হয়ে যাওয়া অবস্থায় ১১ জনের দেহ পাওয়া গিয়েছে এবং তাদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের প্রধান ভাসিল মালিউংক জানিয়েছেন, 'রুশ সেনারা আসল লড়াই ক্ষেত্রে জিততে পারছে না। তাই তারা এভাবে নৃশংস ভাবে সাধারণ মানুষের উপর হামলা করছে। এটা কাপুরুষতার পরিচয়।'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File