আন্তর্জাতিক

ইউক্রেনে ভারতীয় পড়ুয়াদের বন্দি করার রুশ অভিযোগ খারিজ করল নয়াদিল্লি

ইউক্রেনে ভারতীয় পড়ুয়াদের বন্দি করার রুশ অভিযোগ খারিজ করল নয়াদিল্লি
Key Highlights

রাশিয়ার তরফে ইউক্রেন সেনার বিরুদ্ধে গতকাল অর্থাৎ ৩রা মার্চ, ২০২২ ভারতীয় পড়ুয়াদের পণবন্দি করার অভিযোগ তোলা হয়েছে।

ইউক্রেন-রাশিয়া সংঘাতে ইউক্রেনে ভারতীয় পড়ুয়াদের পণবন্দি করার অভিযোগ খারিজ করল নয়াদিল্লি। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউক্রনের ভারতীয় দূতাবাস সেখানকার ভারতীয় নাগরিকদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। বুধবার অনেক ভারতীয় পড়ুয়া খারকিভ শহর ছেড়ে চলে গিয়েছেন। তবে কাউকে বন্দি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়নি।’ পাশাপাশি ইউক্রেন সরকার, ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর বিষয়ে যেরকম উদ্যোগ নিয়েছেন তার প্রশংসাও করা হয়েছে ওই বিবৃতিতে।

ইউক্রেনের ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষের তরফে পড়ুয়াদের পণবন্দি করার খবরের সত্যতা যাচাই করে কোনও তথ্যপ্রমাণ মেলেনি বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে। 

ইউক্রেনে ভারতীয় পড়ুয়াদের পণবন্দি করার খবর নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে আমাদের প্রতিক্রিয়া।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (টুইটারে পোস্ট)

অপরদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রক দাবি করে, যে সব ভারতীয় পড়ুয়া ইউক্রেন ছেড়ে রাশিয়ায় যেতে চাইছেন, তাঁদের খারকিভে আটকে রাখা হয়েছে। রাশিয়ায় পৌঁছতে পারলেই তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হবে বলেও জানায় ভ্লাদিমির পুতিন সরকার। বৃহস্পতিবার ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে রাশিয়া, রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং মলডোভার সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে।


IPL 2024 | কলকাতার পর আইপিএল ২০২৪-এর প্লে অফে স্থান নিশ্চিত করলো রাজস্থান! বাকি দুই জায়গার জন্য ৫ দলের মধ্যে চলছে লড়াই!
Dust Allergy | ধুলোর সংস্পর্শে আসতেই শুরু হাঁচি? ডাস্ট অ্যালার্জি থেকে মুক্তি পেতে মেনে চলুন এই কয়েকটি বিষয়!
Mother’s Day | যত্ন নিন মায়ের স্বাস্থ্যের! জানুন মায়েদের জন্য রয়েছে কী কী স্বাস্থ্যবিমা এবং ৫০ পেরোলেই করাবেন কোন স্বাস্থ্য পরীক্ষা!
Electronics | বাজ পড়ে নষ্ট হয়ে যেতে পারে এসি, টিভি, ফ্রিজ এমনকি মোবাইলও! জানুন কীভাবে বিপদ এড়িয়ে সুরক্ষিত রাখবেন বৈদ্যুতিন যন্ত্রপাতি!
আজকের সেরা খবর | রিভিউ ও স্ক্রুটিনির উচ্চমাধ্যমিকের সেরা দশের তালিকায় নতুন করে নাম উঠল আরও ১২ জনের!
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download