আন্তর্জাতিক

ইউক্রেনে ভারতীয় পড়ুয়াদের বন্দি করার রুশ অভিযোগ খারিজ করল নয়াদিল্লি

ইউক্রেনে ভারতীয় পড়ুয়াদের বন্দি করার রুশ অভিযোগ খারিজ করল নয়াদিল্লি
Key Highlights

রাশিয়ার তরফে ইউক্রেন সেনার বিরুদ্ধে গতকাল অর্থাৎ ৩রা মার্চ, ২০২২ ভারতীয় পড়ুয়াদের পণবন্দি করার অভিযোগ তোলা হয়েছে।

ইউক্রেন-রাশিয়া সংঘাতে ইউক্রেনে ভারতীয় পড়ুয়াদের পণবন্দি করার অভিযোগ খারিজ করল নয়াদিল্লি। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউক্রনের ভারতীয় দূতাবাস সেখানকার ভারতীয় নাগরিকদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। বুধবার অনেক ভারতীয় পড়ুয়া খারকিভ শহর ছেড়ে চলে গিয়েছেন। তবে কাউকে বন্দি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়নি।’ পাশাপাশি ইউক্রেন সরকার, ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর বিষয়ে যেরকম উদ্যোগ নিয়েছেন তার প্রশংসাও করা হয়েছে ওই বিবৃতিতে।

ইউক্রেনের ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষের তরফে পড়ুয়াদের পণবন্দি করার খবরের সত্যতা যাচাই করে কোনও তথ্যপ্রমাণ মেলেনি বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে। 

ইউক্রেনে ভারতীয় পড়ুয়াদের পণবন্দি করার খবর নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে আমাদের প্রতিক্রিয়া।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (টুইটারে পোস্ট)

অপরদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রক দাবি করে, যে সব ভারতীয় পড়ুয়া ইউক্রেন ছেড়ে রাশিয়ায় যেতে চাইছেন, তাঁদের খারকিভে আটকে রাখা হয়েছে। রাশিয়ায় পৌঁছতে পারলেই তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হবে বলেও জানায় ভ্লাদিমির পুতিন সরকার। বৃহস্পতিবার ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে রাশিয়া, রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং মলডোভার সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে।


Election Commission | ভোটার তালিকার সমস্যা সমাধানে ফোন করলেই পাবেন BLO-কে! হেল্পলাইন নম্বর চালু নির্বাচন কমিশনের
Cyclone Mantha-Odisha | ওডিশা উপকূলে ঘূর্ণিঝড় ‘মান্থা’ আছড়ে পড়ার আশঙ্কা, পুরীর সমুদ্রে নিষেধাজ্ঞা জারি প্রশাসনের
US-India | শাহবাজ শরিফকে ‘ভালো মানুষ’ বললেন ট্রাম্প! ভারতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট করবে না আমেরিকা- দাবি বিদেশসচিবের
Pakistan-Salman Khan | বালোচিস্তান নিয়ে কথা বলায় সলমান খানকে 'জঙ্গি' ঘোষণা করল পাক-সরকার!
Maharashtra | মহারাষ্ট্রে চিকিৎসককে ধর্ষণ এবং আত্মহত্যায় অভিযুক্ত পুলিশকে গ্রেপ্তার প্রশাসনের
Breaking News | ‘স্কাই’-য়ের কামব্যাকে অসুর বৃষ্টি, বাতিল ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টি-২০ ম্যাচ!
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali