অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার নিয়মাবলী জানুন

Monday, November 15 2021, 8:16 am
highlightKey Highlights

ঘরে বসে কিভাবে সংশোধন করবেন আপনার জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন ধরণের ভুলের জন্য কি কি প্রমাণপত্র জমা করা প্রয়োজন? আসুন জেনে নেওয়া যাক


একটি দেশে বসবাস করতে হলে সবার প্রথমে প্রয়োজন জাতীয় পরিচয়পত্র। এই জাতীয় পরিচয়পত্র বিভিন্ন ক্ষেত্রে বাসিন্দার বয়সের ওপরেও নির্ভরশীল। খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, দেশের অধিকাংশ নাগরিকদেরই নিজেদের জাতীয় পরিচয়পত্রে। কারোর নিজের নাম ভুল, পিতা-মাতার নাম ভুল, জন্ম তারিখ ভুল অথবা ঠিকানা ভুল ইত্যাদি। প্রসঙ্গত, অনেকেই জানেন না জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন করতে কোথায় যাবেন বা কি কি নথি প্রয়োজনীয়।

উল্লেখ্য, করোনা আবহে ভারত সরকারের 'গো ডিজিটাল' প্রকল্পের মাধ্যমে দেশবাসী এখন ঘরে বসেই নিজের মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইনেই জাতীয় পরিচয়পত্র বা ভোটার কার্ড সংশোধন করতে পারবেন। অনলাইন ভোটার আইডি কার্ড সংশোধন করার লিঙ্কটি হল

এনভিএসপি-এর ওয়েবসাইটের প্রথম পাতা 
এনভিএসপি-এর ওয়েবসাইটের প্রথম পাতা 
Trending Updates

জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন

ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি প্রমাণপত্র লাগে জেনে নিন।

  • নির্বাচকের নাম
  • পিতার নাম / মাতার নাম 
  • জন্মতারিখ
  • ঠিকানা 

নির্বাচকের নাম সংশোধন (যেকোনো ১ টি)

  • জন্ম নিবন্ধন সনদ
  • আধার কার্ড
  • ড্রাইভিং লাইসেন্স
  • দশম/দ্বাদশ শ্রেণীর পরীক্ষার প্রবেশপত্র

পিতার নাম / মাতার নাম সংশোধন (যেকোনো ১ টি)

পিতা ও মাতার নাম সংশোধন করতে জন্ম নিবন্ধন সনদ হল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ।

  • নির্বাচকের জন্ম নিবন্ধন সনদ
  • পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র 

ভোটার আইডি কার্ডে জন্ম তারিখ সংশোধন (যেকোনো ১ টি)

  • জন্ম নিবন্ধন সনদ
  • প্যান কার্ড
  • ড্রাইভিং লাইসেন্স
  • পাসপোর্ট
  • দশম/দ্বাদশ শ্রেণীর পরীক্ষার প্রবেশপত্র 

ঠিকানা সংশোধন  (যেকোনো ১ টি)

  • আধার কার্ড
  • ড্রাইভিং লাইসেন্স
  • পাসপোর্ট
  • স্থানীয় পৌরপিতা / এম.এল.এ. / পঞ্চায়েত-এর স্বাক্ষর করা ঠিকানার প্রমাণপত্র  

অনলাইনে জাতীয় পরিচয়পত্র বা ভোটার কার্ড সংশোধন করার প্রক্রিয়া

  • উক্ত ডকুমেন্টসগুলির একটি করে ছবি বা স্ক্যান কপি নিজের মোবাইল বা কম্পিউটারে নিয়ে রাখুন। 
  • এনভিএসপি-এর ওয়েবসাইটে গিয়ে সর্বপ্রথম নিজের নাম, ফোন নম্বর এবং ইমেইল আইডি দিয়ে আপনার একাউন্ট রেজিস্ট্রেশন করবেন।
  • এরপর ওয়েবসাইটে যা যা নথি চাইবে সেই অনুযায়ী আপনি ফর্মটি পূরণ করুন এবং সমর্থনকারী নথি হিসেবে প্রয়োজনমত পূর্বে সংগ্রহ করে রাখা ডকুমেন্টসগুলির করে ছবি জমা দিন।
  • কম্পিউটার বা মোবাইলের পর্দায় আপনাকে এপ্লিকেশনের নম্বর এবং তার অবস্থান দেখাবে।
  • সেই নম্বরটিকে কোথাও লিখে রাখুন, এটি ভবিষ্যতে আপনাকে আপনার এপ্লিকেশনের অবস্থান দেখতে সাহায্য করবে। 
  • উল্লেখ্য, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার পরিবারের অন্যান্য সদস্যদেরও ভুল তথ্য সংশোধন করতে পারবেন। 
নির্বাচন কমিশনের তরফে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার ছবি 
নির্বাচন কমিশনের তরফে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার ছবি 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File