IPL 2024 | দ্বিতীয় কোয়ালিফায়ারে 'ডু ওর ডাই' ম্যাচে রাজস্থান-হায়দরাবাদ! কে জিতে মুখোমুখি হবে KKR-র?
শুক্রবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে দ্বিতীয় আইপিএল কোয়ালিফায়ার। এই ম্যাচে যে আইপিএল কোয়ালিফায়ার দল জয়লাভ করবে, তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে।
ফাইনালের আগে শেষ ধাপে রয়েছে চলতি আইপিএল টুর্নামেন্ট। আগামী রবিবার, ২৬সে মে আইপিএল ২০২৪ এর ফাইনালে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। তবে নাইটবাহিনীর বিরুদ্ধে কারা খেলবে তা ঠিক হবে আজ চেন্নাইয়ে আয়োজিত আরআর বনাম এসআরএইচ (rr vs srh) ম্যাচে। শুক্রবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে দ্বিতীয় আইপিএল কোয়ালিফায়ার (ipl qualifier)। এই ম্যাচে যে আইপিএল কোয়ালিফায়ার দল (ipl qualifier team)জয়লাভ করবে, তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। অন্যদিকে পরাজিতরা চলতি টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। এদিনের খেলা হবে রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।
শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে আইপিএল কোয়ালিফাইড টিম (ipl qualified team) রাজস্থান ও হায়দরাবাদ মাঠে নামবে। বলে রাখা ভালো, হায়দরাবাদের দুই ওপেনার এবারের আইপিএলে প্রায় বেশিরভাগ ম্যাচেই দুরন্ত ব্যাটিং করেছেন। সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস, উভয় দলই লিগের ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট করে সংগ্রহ করে। তবে নেট রান-রেটে এগিয়ে থাকার সুবাদে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্রথম আইপিএল কোয়ালিফায়ার (ipl qualifier) এ মাঠে নামার সুযোগ পায় হায়দরাবাদ। অন্যদিকে, তিন নম্বরে থেকে এলিমিনেটর খেলতে হয় রাজস্থানকে। তবে রাজস্থান এলিমিনেটরে হারিয়ে দেয় আরসিবিকে এবং দ্বিতীয় কোয়ালিফায়ারের যোগ্যতা অর্জন করে। এবার চিপকে আইপিএল ২০২৪-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে আরআর বনাম এসআরএইচ (rr vs srh) ম্যাচ। যারা জিতবে, কেকেআরের সঙ্গে ফাইনাল খেলার টিকিট হাতে পাবে। যারা হারবে, এবারের মতো টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে তাদের।
ওয়াংখেড়ে বা ফিরোজ শাহ কোটলায় যেমন আগ্রাসী ব্যাটিং করা সম্ভব, চিপকের পিচে সেভাবে ব্যাটিং করাটা একটু কঠিন। কারণ, এখানকার স্লো পিচ। বল ধীর গতিতে থমকে থমকে আসে। ফলে অতিরিক্ত আক্রমণাত্মক ব্যাটিং সমস্যায় ফেলতে পারে হায়দরাবাদের ব্যাটারদের। তার উপর রয়েছেন অশ্বিন। যার চেন্নাইয়ের পিচকে হাতের তালুর মতো চেনা। ফলে রাজস্থানের লক্ষ্য থাকবে হেড, অভিষেক এবং ক্লাসেনকে দ্রুত ফিরিয়ে দিয়ে ম্যাচের রাশ নিজেদের দখলে নেওয়ার। মায়াঙ্ক মার্কণ্ডে এবং শাহবাজ আহমেদ তাদের স্পিন বোলিং আক্রমণ সামলাচ্ছেন। চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচে তাঁদের উপরই ভরসা রাখছে হায়দরাবাদ। অন্যদিকে, বেঙ্গালুরুকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা রাজস্থান কোনওভাবেই আর পিছনে ফিরে তাকাতে রাজি নয়। জস বাটলার ফিরে যাওয়ায় রাজস্থানের ব্যাটিং অনেকটাই নির্ভর করছে যশস্বী জয়সওয়ালের উপর। ভারতের এই তরুণ ব্যাটার বেঙ্গালুরুর বিরুদ্ধে ভালো ব্যাটিং করেছেন। অধিনায়ক সঞ্জু স্যামসন এবং রিয়ান পরাগ রয়েছেন।
উল্লেখ্য, চলতি আইপিএলে মোট ৩টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এর মধ্যে আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানা গিয়েছে, চেন্নাইয়ের চিপকে আগামী তিন দিন হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই এই ম্যাচ ভেস্তে গেলে কী হবে? এক্ষেত্রে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে রিজার্ভ ডে রয়েছে। কিন্তু প্লে অফে কোনও ম্যাচের জন্য রিজার্ভ ডে নেই। তাই বৃষ্টিতে যদি একান্তই ম্যাচ না হয়, তা হলে অন্য ভাবে চলতি আইপিএলের দ্বিতীয় ফাইনালিস্ট পাওয়া যাবে। উল্লেখ্য আইপিএলের প্লে অফ ম্যাচ ভেস্তে গেলে ফাইনালে সুযোগ পাওয়া টিম হওয়ার ক্ষেত্রে সুবিধা পাবে পয়েন্ট টেবলের অবস্থান। গ্রুপ পর্বে হায়দরাবাদ ও রাজস্থানের পয়েন্ট ১৭। কিন্তু নেট রানরেটে এগিয়ে থাকার জন্য হায়দরাবাদ পয়েন্ট টেবলের দুইয়ে শেষ করেছিল আর তিনে শেষ করেছিল রাজস্থান। ফলে বৃষ্টিতে দ্বিতীয় কোয়ালিফায়ার ভেস্তে গেলে কেকেআরের বিরুদ্ধে ফাইনালে খেলার সুযোগ পাবে অরেঞ্জ আর্মি।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- আইপিএল
- আইপিএল
- আইপিএল ফাইনাল
- আইপিএল ২০২৪