Rihanna : রিহানা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন

Tuesday, May 24 2022, 6:36 am
Rihanna : রিহানা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন
highlightKey Highlights

মাতৃত্বে আপনাকে স্বাগতম । দেড় সপ্তাহ হল পুত্র সন্তানের মা হয়েছেন গায়িকা রিহানা।


রিহানা মা হওয়াতে বিশ্বের নানা প্রান্ত থেকে শুভেচ্ছাবার্তা এসেছে। পাশাপাশি অনুরাগীরাও কোনো অংশে পিছিয়ে নেই। রিহানা এবং তাঁর বয়ফ্রেন্ড এস্যাপ রকির ছেলের নাম কী হওয়া উচিত? প্রশ্ন তুলেছেন অনেকেই। এর জবাবে নিজেরাই মাথা নেড়ে মতামত দিয়েছেন। অনেকে আবার রিহানা এবং এস্যাপের সম্পত্তি নিয়ে হিসাবনিকাশ করতে বসে গিয়েছেন। মা-বাবার সম্পত্তি মিলিয়েই তো পুরোটার মালিক এখন তাঁদের ফুটফুটে ছানা! কত সম্পত্তির মালিক সে?

রিহানা এবং এস্যাপ
রিহানা এবং এস্যাপ

আমেরিকার সংবাদমাধ্যমে দাবি, ১৩ মে লস অ্যাঞ্জেলেসে ফুটফুটে পুত্রসন্তান জন্মেছে রিহানার। তবে তার নাম এখনও ঠিক করেননি তারকা যুগল।

Trending Updates

মা-বাবার সম্পত্তিকে হেসেখেলে টেক্কা দিয়েছে তাঁদের খুদে সন্তান। দেড় সপ্তাহেই তার নামের পাশে সব মিলিয়ে ১৭০ কোটি পাউন্ড বসে গিয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১,১৬,৬৪,৯৪,৫৮,৮৪৪ টাকা। খেই হারিয়ে ফেলার মতো সংখ্যাগুলি গোনার বয়সে সে না পৌঁছলে কী হবে! তার উত্তর নেই কারোর কাছে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File