RG Kar Case | নভেম্বরের পর RG Kar মামলায় ফের স্ট্যাটাস রিপোর্ট জমা CBI-এর!
Saturday, January 17 2026, 2:53 pm

Key Highlightsনভেম্বর মাসের পর আরজি কর মামলায় এদিন ফের শিয়ালদহ আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা সিবিআইয়ের।
নভেম্বর মাসে আরজি কর মামলায় শেষ স্টেটাস রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই। নভেম্বরের পর নতুন করে আরও ১২ জনের বয়ান রেকর্ড করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। এদিন শিয়ালদহ আদালতে নতুন স্ট্যাটাস রিপোর্ট জমা দিলো সিবিআই। সিবিআই সূত্রে দাবি, আরজি কর মেডিক্যাল কলেজের আউট পোস্টের পুলিশ কর্মী ও টালা থানার পুলিশ কর্মী এবং যে পুলিশ কর্মী জিডি নথিভুক্ত করেছিলেন তাঁদের ফোন কল ডিটেলস পরীক্ষা করা হয়েছে। হাসপাতালের মেডিক্যাল, নন মেডিক্যাল অফিসার ও কর্মীদের ফোন কল ডিটেলসও পরীক্ষা করা হয়েছে।
- Related topics -
- রাজ্য
- শিয়ালদহ
- কলকাতা হাইকোর্ট
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- সিবিআই আদালত
- সিবিআই
- সিবিআই ডিরেক্টর


