RG Kar | ‘অভয়া ফান্ড’-এ অর্থ নয়ছয়! জুনিয়র ডক্টরস ফ্রন্টের সভাপতি পদ ছাড়লেন খোদ অনিকেত মাহাতো
Friday, January 2 2026, 4:27 am
Key Highlightsজুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে সংগঠনের সভাপতি পদ ছাড়লেন খোদ অনিকেত মাহাতো।
অভয়ার ন্যায়বিচারের দাবিতে জুনিয়র ডক্টরস ফ্রন্ট গড়ে তুলেছিল তাঁর সহপাঠীদের একাংশ। তৈরী করা হয় ‘অভয়া ফান্ড’ও। আর জি করের জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়াদের তৈরী এই ফান্ডে সভাপতি পদে বসেছিলেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। তহবিলের নামে অর্থ নয়ছয় হচ্ছে, এই অভিযোগে সংগঠনের সভাপতি পদ ছাড়লেন খোদ অনিকেত। বৃহস্পতিবার পদত্যাগপত্রে তিনি সাফ জানিয়েছেন, যেভাবে ফ্রন্টের কাজ চলছে, তা অগণতান্ত্রিক এবং অভয়ার ন্যায়বিচারের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

