বিজ্ঞান ও প্রযুক্তি

Chandrayaan 4 | 'এক মিশনে দুই রকেট'! চন্দ্রযান ৪ মিশনে প্রথমবারের মত একটি অভিযানের জন্য দুটি রকেট পাঠাবে ইসরো!

Chandrayaan 4 | 'এক মিশনে দুই রকেট'! চন্দ্রযান ৪ মিশনে প্রথমবারের মত একটি অভিযানের জন্য দুটি রকেট পাঠাবে ইসরো!
Key Highlights

ইসরোর পরবর্তী মিশন চন্দ্রযান ৪ প্রসঙ্গে ইসরো প্রধান এস সোমনাথ জানান, এই প্রথম একটিই অভিযানের জন্য দুটি রকেট লঞ্চ করবে ইসরো।তাও আবার একদিনে নয়, পৃথক দিনে।

ফের চাঁদ পাড়ি দেবে ভারত! যার জন্য তুঙ্গে চন্দ্রযান ৪ (Chandrayaan 4) এর প্রস্তুতি। তবে চন্দ্রযান ৩ এর থেকে ইসরোর এই পরবর্তী মিশন (next ISRO mission) এর মধ্যে রয়েছে বেশ ফারাক। ইসরো প্রধান এস সোমনাথ জানালেন, এই প্রথম একটিই অভিযানের জন্য দুটি রকেট লঞ্চ করবে ইসরো (ISRO)! তাও আবার একদিনে নয়, পৃথক দিনে। 

এক মিশনে দুই রকেট!

ইসরোর পরবর্তী মিশন (next ISRO mission) চন্দ্রযান ৪ প্রসঙ্গে জানা গিয়েছে, পর্যায়ক্রমে দুই ধাপে দুই রকেটে চেপে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে চন্দ্রযান-৪। চতুর্থ চন্দ্রযান এর পেলোডগুলি দুই ধাপে পাঠানো হবে চাঁদে। দুই ধাপে সেই পেলোডগুলি বয়ে নিয়ে যাবে দুই রকেট। সম্প্রতি জাতীয় মহাকাশ বিজ্ঞান সেমিনারে ইসরোর চেয়ারম্যান এস. সোমনাথ জানিয়েছেন, আগে চন্দ্র মিশনগুলিতে ২-৩টি পেলোড থাকলেও চন্দ্রযান-৪-এ থাকবে পাঁচটি পেলোড। পেলোডগুলি হল প্রপালশন মডিউল (মোশন কন্ট্রোল), ডিসেন্ডার মডিউল (চাঁদে অবতরণ করবে এই পেলোডটি), অ্যাসেন্ডার মডিউল (চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে ফিরে আসতে সাহায্য করবে), ট্রান্সফার মডিউল (এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যাওয়া) এবং রি-এন্ট্রি মডিউল (পৃথিবীতে ফিরে আসবে নমুনা সংগ্রহ করে)।


 চন্দ্রযান-৪ (Chandrayaan 4) মিশনের লক্ষ্য, চাঁদের নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনা। ইসরো প্রধান জানিয়েছেন, এই প্রথমবার ইসরো একটি মিশনের জন্য দু'বার রকেট উৎক্ষেপণ করবে। চন্দ্রযান-৪ চাঁদের পাথর ও মাটি (রেগোলিথ) নিয়ে ফিরবে পৃথিবীর বুকে। LVM-3 এবং PSLV রকেট দু'টি চন্দ্র মিশনের পেলোডগুলি বহন করবে। আলাদা আলাদা দিনে উৎক্ষেপণ করা হবে রকেটগুলি।


 প্রসঙ্গত, ২৩ সে অগাস্ট ২০২৩-এ ইতিহাস তৈরি করেছে ভারত। ওই দিন চাঁদের দক্ষিণ মেরুতে সর্বপ্রথম পা রাখে ইসরোর অ্যাচিভমেন্ট (ISRO Achievement) চন্দ্রযান-৩। ওই দিন আবেগে ভেসে ছিল দেশ। তারপর বেশ কয়েক মাস কেটে গিয়েছে। বড় এই মিশনের সাফল্য দেখে কাজের উৎসাহ দ্বিগুণ হয়েছে। আরও একাধিক প্রজেক্টের জন্য কাজ চলছে রকেটের গতিতে। এবার চন্দ্রযান-৪-এর স্বপ্নে বিভোর ইসরো। প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। এই মিশন সফল হলে চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে আনার ক্ষেত্রে ভারত চতুর্থ দেশ হবে। আশা করা যাচ্ছে ২০২৮ সালের আগে এই মিশন চালু হবে। তবে ইসরোর অ্যাচিভমেন্ট (ISRO Achievement) চন্দ্রযান-৪ অভিযানের আগেই অবশ্য ভারতের সামনে আরও এক বড় মহাকাশ অভিযান রয়েছে, ইসরোর পরবর্তী মিশন (next ISRO mission) গগনযান অভিযান। গগনযান অভিযানে মহাকাশে মানুষ পাঠিয়ে, তাদের ফের পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসবে ইসরো। ইতিমধ্যে এই অভিযানের জন্য চার মহাকাশচারীকে মনোনীত করা হয়েছে। তাদের মহাকাশে ব্যবহারের বিশেষ পোশাকও তৈরি হয়ে গিয়েছে। ইসরোর অন্তিম লক্ষ্য, মহাকাশে ভারতের নিজেদের স্পেস স্টেশন তৈরি করা।



Himachal Pradesh Landslide | গাছ পড়ে ভূমিধস! হিমাচলের কুলুতে মৃত ৬, আহত আরও ৫
Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Adani-Bangladesh | বকেয়া টাকা মেটাচ্ছে ইউনূসের সরকার, ফের বাংলাদেশে পুরোদস্তুর বিদ্যুৎ সরবরাহ শুরু করলো আদানি গোষ্ঠী!
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
মকর(Capricorn) রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক
স্বামী বিবেকানন্দের ১০টি অমোঘ বাণী, যা জীবনে সঠিক পথে চলার শক্তি জোগায়
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo