AI | দেশের মোবাইল সংযোগ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো এআই! ৮৭ কোটি ৪৫ লক্ষের মধ্যে ৪০ কোটি ৮৭ লক্ষই ভুয়ো!

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

সম্প্রতি এআই দ্বারা জানা গিয়েছে, ভারতের ৮৭ কোটি ৪৫ লক্ষের মধ্যে ৪০ কোটি ৮৭ লক্ষই মোবাইল সংযোগ ভুয়ো তথ্য দিয়ে নেওয়া।


গোটা বিশ্ব জুড়েই বর্তমানে দাপট চালাচ্ছে কৃত্তিম বুদ্ধমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) বা এআই (AI)। বাকি দেশের মতো ভারতেও (India) সম্প্রতি বেড়েছে এআইয়ের ব্যবহার। প্রথম সারি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই বর্তমানে কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার নানান বিষয়ে জানতে পারছেন। তবে সম্প্রতি এআই দ্বারা ভারত সম্পর্কে খবরের শিরোনামে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য।

ভারতের ৮৭ কোটি ৪৫ লক্ষের মধ্যে ৪০ কোটি ৮৭ লক্ষ মোবাইল সংযোগ ভুয়ো তথ্য দিয়ে নেওয়া
ভারতের ৮৭ কোটি ৪৫ লক্ষের মধ্যে ৪০ কোটি ৮৭ লক্ষ মোবাইল সংযোগ ভুয়ো তথ্য দিয়ে নেওয়া

সূত্রের খবর, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স দ্বারা জানা গিয়েছে, দেশের ৮৭ কোটি ৪৫ লক্ষ মোবাইল সংযোগের মধ্যে ৪০ কোটি ৮৭ লক্ষই ভুয়ো নথি দেখিয়ে নেওয়া হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের (Union Ministry of Communications) তরফ থেকে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়। যার মধ্যে কেবল বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গেরই (West Bengal) ১২ লক্ষ ৩৪ হাজার ১১৪টি সংযোগ ভুয়ো বলে জানা গিয়েছে।  ইতিমধ্যেই কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের সচিব কে রাজারামন (Union Communications Ministry Secretary K Rajarama)এই পরিসংখ্যান সম্পর্কিত রিপোর্ট সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ডিজি-কে পাঠিয়েছেন। জানা গিয়েছে, রিপোর্টে বলা হয়, এই ভুয়ো সংযোগ সম্পর্কে এআই ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি (AI facial Recognition Technology) ব্যবহার করে সিমকার্ডগুলি যাচাই করে দেখা হয়। এরপরেই এতো বড় পরিসংখ্যান মেলে।

আই ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে সিমকার্ডগুলি যাচাই করে মেলে তথ্য 
আই ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে সিমকার্ডগুলি যাচাই করে মেলে তথ্য 

উল্লেখ্য, বর্তমানে দেশে মোবাইল সংযোগ ব্যবহারকারীর সংখ্য ১৩১ কোটি। যার মধ্যে প্রথম পর্যায়ে ২২টি লাইসেন্স-প্রাপ্ত পরিমণ্ডলের ৮৭ কোটি ৮৫ লক্ষ সংযোগ পরীক্ষা করে দেখা হয়। তাতেই ৪০ কোটি ৮৭ লক্ষ সংযোগের ক্ষেত্রে ভুয়ো নথির সন্ধান পাওয়া গিয়েছে। পাশাপাশি, টেলিকম পরিষেবা প্রদানকারী ৪৪ হাজার ৫৮২ পয়েন্ট অফ সেলস (PoS)  এই সমস্ত সংযোগ প্রদানে যুক্ত বলেও জানানো হয়েছে। জানা গিয়েছে, যে ৮৭ কোটি ৮৫ লক্ষ সংযোগ পরীক্ষা করে দেখা হয়, তার মধ্যে ১.২০ কোটি জম্মু ও কশ্মীরের (Jammu and Kashmir)। এই ১.২০ কোটির মধ্যে ১৫ হাজার ১৯৪টির নথিই ভুয়ো বলে জানিয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তা। এআই যে রিপোর্ট দিয়েছে সেই অনুযায়ী, এই ভুয়ো সংযোগগুলির মধ্যে সংযোগগ্রহণকারী ব্যক্তির নাম এবং মুখের মিল পাওয়া যায়নি।

বর্তমানে দেশে মোবাইল সংযোগ ব্যবহারকারীর সংখ্য ১৩১ কোটি
বর্তমানে দেশে মোবাইল সংযোগ ব্যবহারকারীর সংখ্য ১৩১ কোটি

এছাড়াও, দেশের মোট ভুয়ো সংযোগের পরিসংখ্যানের মধ্যে বড় অংশ রয়েছে বাংলাতেও। জানা গিয়েছে, কেবল পশ্চিমবঙ্গেই মোট ৪ কোটি ৫২ লক্ষ নম্বর পরীক্ষা করে দেখা হয়, যার মধ্যে ১২ লক্ষ ৩৪ হাজার ১১৪টি সংযোগ ভুয়ো নথি দেখিয়ে নেওয়া হয় বলে জানা গিয়েছে। তবে এই বিষয়ে দায়ের হয়নি একটিও এফআইআর (FIR)। অন্যদিকে, ৮৭টি এফআইআর দায়ের হয়েছে জম্মু ও কাশ্মীরে, গুজারতে (Gujrat) ২৬টি, তামিলনাড়ুতে (Tamilnadu) ১৮টি করে বং পঞ্জাবে (Punjab) ১৩টি এফআইআর দায়ের হয়েছে বলে জানানো হয়েছে।

ভুয়ো সংযোগের তালিকাভুক্ত ৩৮ লক্ষ মোবাইল সংযোগ বাতিল করা হয়েছে
ভুয়ো সংযোগের তালিকাভুক্ত ৩৮ লক্ষ মোবাইল সংযোগ বাতিল করা হয়েছে

উল্লেখ্য, এর আগে মে মাসে কেন্দ্র সরকারের তরফ থেকে সঞ্চার সাথী পোর্টালের (Sanchar Sathi Portal) সূচনা করা হয়। এই পোর্ট্যালের উদ্দেশ্য ছিল গ্রাহকদের জন্য ডিজিটাল দুনিয়াকে নিরাপদ করে তোলা। তবে এআই দ্বারা এই পরিসংখ্যান পাওয়া পর দেশের ভুয়ো সংযোগ নিয়ে বেশ তৎপর হয়ে উঠেছে সরকার। ইতিমধ্যেই, এআই দ্বারা এই পরিসংখ্যান পাওয়া পর ভুয়ো সংযোগের তালিকাভুক্ত ৩৮ লক্ষ মোবাইল সংযোগ বাতিল করা হয়েছে। পাশাপাশি সাইবার অপরাধ রুখতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সমস্ত ঘটনার ক্ষেত্রে এফআইআর দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File