সেনাবাহিনীতে যোগ দিতে চান রবি কিষাণের মেয়ে, কী বললেন অভিনেতা বাবা?

Thursday, June 16 2022, 3:20 pm
highlightKey Highlights

অভিনয় নয়, সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী অভিনেতা রবি কিষাণের মেয়ে ঈশিতা। মেয়ের এই ইচ্ছার কথা নিজেই প্রকাশ্যে জানালেন জনপ্রিয় এই ভোজপুরী অভিনেতা।


সম্প্রতি মোদী সরকার 'অগ্নিপথ' প্রকল্পের কথা ঘোষণা করেছে। যে সমস্ত যুবক, যুবতীরা সেনা, নৌ ও বিমান বাহিনীতে যোগ দিতে ইচ্ছুক, তাঁরা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। আগামী ৪ বছর এই প্রকল্পের মাধ্যমে সেনাবাহিনীতে নিয়োগ হবে। আর এই প্রকল্পের সাহায্যেই সেনাবাহিনীতে যোগ দিতে চান রবি কিষাণ কন্যা ঈশিতা শুক্লা। 

ভোজপুরী অভিনেতা তথা ভারতীয় জনতা পার্টির সদস্য অভিনেতা রবি কিষাণ সোশ্যাল মিডিয়ায় তাঁর মেয়ের একটি ছবি শেয়ার করে লেখেন, ''আমার মেয়ে ঈশিতা শুক্লা আজ সকালে আমায় বলল, বাবা আমি অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সেনাবাহিনীতে যোগ দিতে চাই। আমি ওকে বললাম এগিয়ে যাও।'' প্রসঙ্গত জানা গিয়েছে, অভিনেতার মেয়ে ঈশিতা বহু আগেই NCC-তে যোগ দিয়েছেন। 

জানা যাচ্ছে অভিনেতা রবি কিষাণ ও তাঁর স্ত্রী প্রীতির চার সন্তান রয়েছে। তাদের তিন কন্যা হলেন রীভা, তানিস্ক ও ঈশিতা। আর তাদের পুত্র সন্তানের নাম সাক্ষণ। কিষাণের মেয়ে ঈশিতা যেমন সেনাবাহিনীতে যোগ দিতে চলেছেন তেমন অন্যদিকে ইতিমধ্যেই বলিউডে পা রেখেছেন রবি কিষাণের আর এক মেয়ে রীভা। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File