Rakhi Sawant wears hijab: নামের পর এবার পোশাকেও পরিবর্তন আনলেন রাখি!
Thursday, January 19 2023, 9:33 am
Key Highlights
কথায় বলে, প্রেমে কি হয় না! তেমনই এবার রাখি ফ্রেমবন্দি হয়েছিলেন মুম্বাইয়ের রাস্তায় বোরকা পরে।
বিতর্কিত সেলিব্রিটি রাখি সাওয়ান্ত মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে কোন কসরত ছাড়ছেন না। অভিনেত্রী সম্প্রতি প্রেমিক আদিল খান দুররানির সঙ্গে তার বিয়ের ঘোষণা দিয়েছেন।
বুধবার সন্ধ্যায়, রাখি সাওয়ান্তক হাসপাতালে তার অসুস্থ মাকে দেখতে যান। সেখানে তাকে একটি কালো হিজাবের সাথে বেইজ আবায়ায় দেখা গিয়েছিল এবং তিনি আদিল দুররানির সাথে ছিলেন। প্রসঙ্গত, রাখির মা বর্তমানে মুম্বাইতে ব্রেন টিউমারের জন্য চিকিত্সাধীন রয়েছেন।
বিয়ের পর নিজেকে পুরোপুরি আদিলের মনের মতো করে তোলার চেষ্টা তার প্রতিটি ছবিতেই ফুটে উঠেছে। একদিকে বিয়ে, অন্যদিকে মায়ের অসুস্থতা- সব মিলিয়ে ভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি।
- Related topics -
- সেলিব্রিটি
- শুভ বিবাহ
- বলিউড