খেলাধুলা

IPL 2023 | রাজস্থানের কাছে হার কেকেআর-এর! আজ পুরোনো দল মুম্বইয়ের বিরুদ্ধে গুজরাট অধিনায়ক হার্দিক!

IPL 2023 | রাজস্থানের কাছে হার কেকেআর-এর! আজ পুরোনো দল মুম্বইয়ের বিরুদ্ধে গুজরাট অধিনায়ক হার্দিক!
Key Highlights

রাজস্থানের কাছে হেরে প্লে-অফের খেলা থেকে বাদ কলকাতা। শুক্রবার ওয়াংখেড়েতে মুখোমুখি মুম্বই-গুজরাট।

কলকাতা নাইট রাইডার্সদের প্লে-অফে খেলার স্বপ্ন ভেস্তে দিলেন খোদ অধিনায়ক নীতীশ রানা (Nitish Rana)। ক্রিকেট প্রেমীদের দাবি, চার বিশেষজ্ঞ স্পিনার থাকতেও নতুন বলে প্রথম ওভার করার ঝুঁকি নেওয়ার সিদ্ধান্তের জন্যই ১১ই মে, বৃহস্পতিবার ঘরের মাঠে রাজস্থানের কাছে হারতে হল নাইটদের।

বৃহস্পতিবার ইডেন গার্ডেনসে (Eden Gardens) মুখোমুখি হয় রাজস্থান রয়্যালস (Rajasthan Royals ) ও কেকেআর (KKR)। এদিনের ম্যাচ ছিল নাইটদের প্লে-অফে (Playoff) স্থান রাখার জন্য অত্যন্ত জরুরি। মাত্র ১৩.১ ওভারে লক্ষ্যপূরণ করে ফেলে রাজস্থান। রয়্যালসদের ব্যাটিংয়ের সময় প্রথম ওভার বল করেন নীতীশ রানা। তখন রানার মুখোমুখি ছিলেন যশস্বী জয়সওয়াল (Yasaswi Jaiswal)।  এরপর ৬ বলের পরিসংখ্যানটা ছিল ৬, ৬, ৪, ৪, ২ এবং ৪।  যার ফলে এক ওভারেই ওঠে ২৬ রান। পাশাপাশি ৩ বলে হাফসেঞ্চুরি (Half-century) করে রেকর্ড গড়লেন যশস্বী।

অন্যদিকে, আজ অর্থাৎ ১২ই মে শুক্রবার সন্ধে ৭.৩০টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও গুজরাট টাইটান্স (Gujarat Titans)।

বিগত তিন ম্যাচেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২০০-র বেশি রান করে ম্যাচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। অপরদিকে, বর্তমানে আইপিএল ২০২৩ (IPL 2023)-এর পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে টাইটান্সরা। এদিনের ম্যাচে জিততে পারলেই চলতি বছরের আইপিএল-এর লিগ তালিকায় প্রথম দুই স্থানে থাকা পাকা করে নিতে পারবে গুজরাট।

উল্লেখ্য, নিজেদের শেষ তিন ম্যাচে প্রতিপক্ষকে ১৩০, ১১৮ ও ১৭১ রানে হারিয়েছে গুজরাত। এদিকে অধিনায়ক হার্দিক পাণ্ড্য-র (Hardik Pandya) হাত ধরে ইতিমধ্যেই একটি ম্যাচ জিতেছে গুজরাট। এক সময়ে এই ওয়াংখেড়েই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একের পর এক ম্যাচ জিতিয়েছেন হার্দিক। আজ নিজের সেই পুরনো দলের বিরুদ্ধেই মাঠে নামতে চলেছেন তিনি।

ইতিমধ্যেই আট ম্যাচ জিতে প্লে-অফের স্থান কার্যত পাকা করে ফেলেছে গুজরাট টাইটান্স। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সকে নিজেদের তিন ম্যাচের মধ্যে জিততে হবে অন্তত দুইটি ম্যাচে। মুম্বই অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাট হাতে ফর্মও নেই। তাই একদিকে যেখানে ভারতীয় দলের অধিনায়ক বনাম সহ-অধিনায়কের লড়াইয়ের দিকে নজর থাকবে, তেমনই নজর থাকবে ব্যাটার রোহিতের দিকেও।

উল্লেখ্য, আইপিএল-এর পয়েন্ট তালিকা (IPL Point Table) অনুযায়ী বর্তমানে, প্রথম স্থানে রয়েছে গুজরাট টাইটান্স (Gujarat Titans), দ্বিতীয়তে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), তৃতীয়তে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals), চতুর্থতে মুম্বই ইন্ডিয়ান্স (MI), পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে লখনউ সুপার জায়েন্টস (Lucknow Supergiants), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ও কলকাতা নাইট রাইডার্স (KKR)। অষ্টম স্থানে রয়েছে পঞ্জাব কিংস (Punjab Kings)। নবমে সানরাইজার হায়েদেরাবাদ (Sunrisers Hyderabad) ও দশম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।


Afrin Jabee | সাঁতরে ইংলিশ চ্যানেল ‘জয়’ বঙ্গতনয়ার! আফরিনের সাফল্যে উচ্ছসিত মেদিনীপুর
Operation Mahadev | শিবের বারেই নিকেশ পহেলগাঁও হামলার ৩ জঙ্গি! জানেন এই মিশনের নাম 'অপারেশন মহাদেব' কেন? নায়করাই বা কারা?
Deoghar Accident | নিয়ন্ত্রণ হারালো বাস, শিবের মাথায় জল ঢালতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু ৮ পুণ্যার্থীর! আহত ২০-২৫ জন!
Operation Mahadev | 'অপারেশন মহাদেবে' নিকেশ পহেলগাঁওয়ের হামলার মূল পরিকল্পনাকারী মুসা! কীভাবে খোঁজ পেলো সেনা?
Weather Update | এখনই বৃষ্টি থেকে রেহাই নয়, বরং দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বাড়তে চলেছে বর্ষণ!
IndvsEng Test | লড়াকু জাডেজা-ওয়াশিংটন, চোখধাধাঁনো সেঞ্চুরি করে ম্যাচ ড্র দুই ভারত সৈনিকের
WBJEE Result | বছরে পেরিয়েও খোঁজ নেই WBJEE রেজাল্টের, উদ্বেগে পরিক্ষার্থীরা, কী বললেন বোর্ডের চেয়ারপারসন?