মিমির কাছে আয়োজকদের তরফ থেকে ফোন গিয়েছিল! KIFF নিয়ে অভিনেত্রীর করা অভিযোগ প্রসঙ্গে জানালেন রাজ

Monday, May 9 2022, 9:55 am
highlightKey Highlights

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের দিন সকালে আয়োজকদের পক্ষ থেকেও ফোন গিয়েছিল অভিনেত্রী মিমি চক্রবর্তীর কাছে, দাবি করলেন পরিচালক রাজ চক্রবর্তী।


২৫শে এপ্রিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে গোটা টলিপাড়া উপস্থিত ছিল। বিশেষ অতিথি হিসাবে সেখানে হাজির ছিলেন শক্রুঘ্ন সিনহা, এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের গ্ল্যামার কোশেন্ট বাড়াতে সেখানে যোগ দিয়েছিলেন নুসরত, কোয়েল, শুভশ্রী, সায়ন্তিকারা। তবে এই সম্পূর্ণ অনুষ্ঠানে দেখা মিলল না অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীর। কেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন না মিমি? 

 সম্প্রতি এ বিষয়ে প্রশ্ন উঠতে কী বললেন মিমি? অভিযোগের আঙুল উঠলো কোন দিকে জানেন

মিমি চক্রবর্তী জানান, মিমির কাছে নাকি সঠিকভাবে আমন্ত্রণ পৌঁছায়নি। পরিচালন সমিতির তরফে নাকি কেউ একটা এসএমএস পর্যন্ত করেনি। এটাই তাঁর খারাপ লাগা। সঙ্গে মিমি আরও বলেন, ‘দিদির (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) পক্ষে সব কিছুতে সমান নজর রাখা সম্ভব নয়। যাঁদের দিদি চলচ্চিত্র উৎসব পরিচালনার দায়িত্ব দিয়েছেন, তাঁদের উদ্দেশ্যেই আমার এই বক্তব্য।’ প্রসঙ্গত বর্তমানে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন রাজ চক্রবর্তী। ২০১৯ সাল থেকে এই দায়িত্ব পালন করে আসছেন তিনি। তবে কী নাম না করেই রাজ চক্রবর্তীর দিকে অভিযোগের আঙুল তুললেন মিমি। 

Trending Updates

তবে এই অভিযোগ একেবারেই সহজ ভাবে নেননি রাজ চক্রবর্তী। যাদবপুরের তারকা সাংসদের যাবতীয় অভিযোগের জবাব দিলেন পরিচালক। তিনি জানান, ‘কাউকে অসম্মান করা আমাদের উদ্দেশ্য নয়। কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে। অভিনেত্রী-সাংসদকে কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে পারফর্ম করার জন্য পরিচালক সুদেষ্ণা রায় নিজে ফোন করেছিলেন। অভিনেত্রী জানান, উনি ব্যস্ত। এমনকি উদ্বোধনী অনুষ্ঠানের দিন সকালে আয়োজকদের পক্ষ থেকেও ওঁর কাছে ফোন যায়। তা হলে উনি অপমানিত কোথায় হলেন?’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File