রাজ্য

বকেয়া না মেটানোয় ব্যান্ডেল স্টেশনের একাধিক স্টল ভেঙে দিয়েছে রেল

বকেয়া না মেটানোয় ব্যান্ডেল স্টেশনের একাধিক স্টল ভেঙে দিয়েছে রেল
Key Highlights

১৫টি স্টল গুঁড়িয়ে দিল রেল, ক্ষুব্ধ ব্যবসায়ীরা ; কিন্তু কেন?

বকেয়া ভাড়া না-মেটানোয় রবিবার মাঝরাতে ব্যান্ডেল স্টেশনে ১৫টি স্টল ভেঙে দিল রেল। এ নিয়ে ব্যবসায়ীরা হতাশ এবং ক্ষুব্ধ। ব্যবসায়ীদের বক্তব্য, করোনা পরিস্থিতিতে প্রায় দু’বছর ট্রেন বন্ধ ছিল, তাই সেভাবে বেচাকেনা হয়নি। তাদের কোনোরকমে সংসার চলেছে। এই পরিস্থিতিতে তাঁরা রেলের কাছে ভাড়া কমানোর আর্জি জানিয়েছিলেন। কিন্তু, সে কথা শোনা তো দূরঅস্ত, দোকান ভেঙে রেল কর্তৃপক্ষ কার্যত পেটে লাথি মারলেন বলে তাঁদের অভিযোগ।

রেল কর্তৃপক্ষ অবশ্য ব্যবসায়ীদের বক্তব্যের তোয়াক্কা করেননি। পূর্ব রেলের এক আধিকারিক বলেন, ‘‘বকেয়া মেটানোর কথা বারে বারেই বলা হয়েছে। নোটিস দেওয়া হয়েছে। ওঁরা শোনেননি। সেই কারণেই স্টল ভাঙা হয়েছে।’’ গোটা বিষয়টি নিয়ে রেলের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগ তুলেছেন তাঁরা।


Kolkata Accident | কাকভোরে সাফাইকর্মীদের সজোরে ধাক্কা ফেরারির, গুরুতর আহত চালক সহ ৪
HS EXAM | চাইলেও মিলবে না লুজ শিট! চতুর্থ সেমিস্টারের পরীক্ষার আগে ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের
Kolkata Air Pollution | দূষণে রাজধানীকে টক্কর কলকাতার! ময়দান এলাকায় "অতি খারাপ" বায়ুর মান
Zelenskyy | পুতিনের পর জেলেনস্কি, শান্তির রাস্তা খুঁজতেই প্রথম ঐতিহাসিক ভারত সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট!
Kolkata Traffic | রবিবার ব্রিগেডে গীতাপাঠ-ম্যারাথন, যান চলাচলে নিয়ন্ত্রণ কলকাতা পুলিশের
FIFA World Cup 2026 | প্রকাশিত হলো ২০২৬ ফুটবল বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি, কোন দল খেলবে কবে?
Breaking News | চাইলেও মিলবে না লুজ শিট! চতুর্থ সেমিস্টারের পরীক্ষার আগে ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের